দক্ষিণবঙ্গ

চব্বিশ বছর পর ফিরিয়ে এনেও ভাইয়ের চিকিৎসা খরচ নিয়ে চিন্তা পাইন দম্পতির

সংবাদদাতা, বিষ্ণুপুর: মেধাবী ভাই কলেজে পড়ার সময় মানসিক রোগে আক্রান্ত হয়েছিলেন। বর্ধমানে ডাক্তার দেখাতে গিয়ে ২৪বছর আগে নিখোঁজ হয়ে যায়। অবশেষে হাতের লেখা দেখে চিনতে পেরে বিশাখাপত্তনম থেকে ভাইকে ফিরিয়ে আনলেন কোতুলপুরের মদনমোহনপুরের বাসিন্দা বংশী পাইন। তবে ভাইকে ফিরে পেলেও তার চিকিৎসার খরচ জোগাবেন কী করে, তা নিয়ে চিন্তায় পড়েছেন পাইন দম্পতি। 
বংশীবাবুর ভাই বিশ্বজিৎ পাইন হুগলির বেঙাই কলেজে বিএসসি দ্বিতীয় বর্ষে পড়ার সময় মানসিকভাবে অসুস্থ হন। ২০০১ সালে বর্ধমানে চিকিৎসা করাতে গিয়ে তিনি নিখোঁজ হন। তারপর ঘুরতে ঘুরতে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে চলে যান। সেখানে একটি মানসিক হাসপাতালে ভর্তি থাকাকালীন কোতুলপুর পুলিসের মাধ্যমে তাঁর খোঁজ পাওয়া যায়। বংশীবাবু সম্প্রতি সেখানে যান। কথা বলতে না পারলেও তাঁর হাতের লেখা দেখে ভাইকে চিনতে পারেন। তারপরেই বাড়ি ফিরিয়ে নিয়ে আসেন। 
কোতুলপুর থানার ওসি বিন্ধেশ্বর গড়াই বলেন, বিশাখাপত্তনমের একটি মানসিক হাসপাতাল থেকে থানায় যোগাযোগ করা হয়। মদনমোহনপুর গ্রামের বহু বছর ধরে নিখোঁজ এক বাসিন্দার সন্ধান দেন। তারপরই পরিবারের লোকজন বিশাখাপত্তনম থেকে তাঁকে ফিরিয়ে আনেন।  
মদনমোহনপুরের সব্জি বিক্রেতা বংশী পাইন বলেন, ভাইকে বর্ধমান শহরে মানসিক রোগের ডাক্তার দেখাতে গিয়েছিলাম। রোগীর প্রচুর ভিড় থাকায় সন্ধ্যা হয়ে যায়। বাড়ি ফিরতে সমস্যা হবে ভেবে আমি ভাইকে দু’জনের কাছে বসিয়ে রেখে চেম্বারের ডাক্তারকে তাড়াতাড়ি দেখার জন্য অনুরোধ করি। চেম্বার থেকে বেরিয়ে দেখি, ভাই নেই। খোঁজাখুঁজি করেও সন্ধান পাইনি। বর্ধমান ও আরামবাগ দুই থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। তারপর ২৪টা বছর কেটে গিয়েছে। কয়েকদিন আগে কোতুলপুর থানার মাধ্যমে বিশাখাপত্তনমে ভাইয়ের খোঁজ পাই। সেখানে যাই। এতবছর পর শরীরের পরিবর্তন হয়েছে। তাই প্রথমে চিনতে পারিনি। কিন্তু, ওর হাতের লেখা ডাক্তারবাবু দেখাতেই চিনতে পারি। 
হাসপাতালের ডাক্তারবাবু জানিয়েছেন, ভাই রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল। তিনমাস আগে স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থার লোকজন তাকে হাসপাতালে ভর্তি করে। সম্প্রতি পরিচয় জানার চেষ্টা করলে ভাই একটি কাগজে তার ঠিকানা লিখেছিল। সেই হাতের লেখা দেখেই আমি চিনতে পেরেছি। 
বংশীবাবু আরও বলেন, ভাই খুব মেধাবী ছাত্র ছিল। মদনমোহনপুর হাইস্কুল থেকে মাধ্যমিক, কোতুলপুর হাইস্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ করার পর হুগলির বেঙ্গাই কলেজে বিএসসিতে ভর্তি হয়েছিল। এতবছর পর ওকে ফিরে পেয়েছি। ভালো লাগছে। আমরা স্বামী ও স্ত্রী দু’জনে বাড়িতে থাকি। আমাদের সন্তান নেই। ভাই একটু সুস্থ হলে আমাদের ভালো লাগবে। কোনওরকমে সব্জি বিক্রি করে সংসার চালাই। ভাইয়ের খাওয়া পরার নিয়ে চিন্তা করছি না। কিন্তু, ওর চিকিৎসার খরচ 
কীভাবে জোগাব, সেটা নিয়ে চিন্তায় পড়েছি।  নিজস্ব চিত্র
16h 16m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সব কাজকর্মেই কমবেশি বাধা থাকবে। ব্যয়ের চাপ একটু বাড়তে পারে। শরীর-স্বাস্থ্যের খেয়াল রাখুন। সন্তানের সৌভাগ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
15th     November,   2024
দিন পঞ্জিকা