দক্ষিণবঙ্গ

বান্দোয়ানে রোগী সেজে ওঝার ভণ্ডামির পর্দা ফাঁস

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: যে বাঁধে স্নান করেন, সেই বাঁধের জল এবং যে বাড়িতে বসবাস করেন, সেই বাড়ির সামান্য মাটি নিয়ে গেলেই যাবতীয় সমস্যার সমাধান করে দেবেন ওঝা। মুক্তি মিলবে সমস্ত রোগ জ্বালা থেকে। নিঃসন্তান দম্পতির কোল আলো করে আসবে ফুটফুটে সন্তান। বছরের পর বছর ধরে তন্ত্র-মন্ত্র করে এভাবেই নিজের ‘কারবার’ ফেঁদে বসেছিলেন পুরুলিয়ার বান্দোয়ানের এক ওঝা। শনিবার ওই ওঝার পর্দাফাঁস করল ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সদস্যরা। ঘটনায় তাঁরা পুলিসের কাছে লিখিত অভিযোগও জানান। পুলিসের কাছে নিজের ভণ্ডামির কথা স্বীকার করেছেন ওই ওঝা! 
স্থানীয় সূত্রের খবর, শনিবার যুক্তিবাদী সমিতির কয়েকজন সদস্য নিজেদের নাম পরিচয় গোপন করে ওই ওঝার কাছে যান। কৌশল্যা মুর্মু নামের এক সদস্যের দুই সন্তান রয়েছে। তবে, তিনি নিজেকে নিঃসন্তান বলে পরিচয় দেন ওঝার কাছে। যদিও তারপর থেকে যা কিছু বলার, ওই ওঝাই বলতে থাকেন। কেন সন্তান হচ্ছে না, কী দোষ রয়েছে, এর প্রতিকার কী, কীভাবে তিনি বহু মহিলার কোলে সন্তান এনে দিয়েছেন সেইসব গল্পও শোনান। সেই ভিডিও রেকর্ড করেন আরএক সদস্য। তারপরেই তা নিয়ে সোজা হাজির হন পুলিসের কাছে। লিখিত অভিযোগ জমা দেওয়ার পাশাপাশি ভণ্ডামির ভিডিও দেওয়া হয় পুলিসের কাছে। 
যুক্তিবাদী সমিতির পুরুলিয়া জেলা সম্পদক মধুসূদন মাহাত বলেন, মন্ত্র-তন্ত্রের সাহায্যে রোগ সারানোর নাম করে দীর্ঘদিন ধরে ভণ্ডামি করে আসছেন ওই ওঝা। এক একজনের কাছ থেকে পাঁচ থেকে দশ হাজার টাকা পর্যন্ত নেন এসবের নাম করে। এসব আইনত দণ্ডনীয় অপরাধ। আমরা তথ্য প্রমাণ সহ ওই ওঝার বিরুদ্ধে পুলিসের কাছে অভিযোগ করেছি। সূত্রের খবর, এইপরেই ওই ওঝাকে থানায় ডেকে পাঠায় পুলিস। পুলিসি জেরায় নিজের ভণ্ডামির কথা সে স্বীকার করে। সেইসঙ্গে এসব আর করবে না বলে মুচলেকা দেয়। বান্দোয়ানের বাসিন্দা শেখ আলি হোসেন বলেন, দীর্ঘ এক দশক ধরে এই কারবার ফেঁদে বসেছেন ওই ওঝা। এসব ভণ্ডামি করে করে নিজের গাড়ি, চার পাঁচটা দোতলা বাড়ি, কয়েক বিঘা জমি জায়গা কিনেছেন।
তবে এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, পুরুলিয়া জেলায় এখনও রয়ে গিয়েছে বহু কুসংস্কার প্রথা। ডাইনি সন্দেহে নিজের মায়ের গলা কেটে নেওয়ার ঘটনার সাক্ষীও থেকেছে এই জেলা। এখনও বহু মানুষ সাধু-গুনিন-কবিরাজের কাছে ছোটেন। তাঁরা টাকার বিনিময়ে ঝাড়ফুঁক-তুকতাক করে মানুষকে তাবিজ-কবচ দেন। যুক্তিবাদী সমিতির পুরুলিয়া জেলা সম্পদক বলেন, আমরা বারংবার প্রচার করছি, এসব ওঝা গুনিনেরা কিছু করতে পারে না। রোগ জ্বালা হলে ডাক্তারের কাছে যেতে হবে। সাপে কাটলে দ্রুত যেতে হবে হাসপাতালে। ভূতে বা দেবতায় ‘ভর’ করা বলে কিছু হয় না। তা মানসিক রোগ মাত্র। কোনও তন্ত্র-মন্ত্র এসব ঠিক করতে পারবে না। এর জন্য চিকিৎসার প্রয়োজন। তাঁর সংযোজন, যুক্তিবাদী সমিতি রাজ্যজুড়ে এ সব কুসংস্কারের বিরুদ্ধে লাগাতার প্রচার কর্মসূচি পালন করে আসছে। কুসংস্কার পুরোপুরি বন্ধ করতে পুলিস-প্রশাসনকে আরও কঠোর হতে হবে। পথেঘাটে তান্ত্রিক-গুনিনদের বিজ্ঞাপন দেওয়া বন্ধ করতে হবে। আইনি পদক্ষেপ নিতে হবে।
16h 16m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সব কাজকর্মেই কমবেশি বাধা থাকবে। ব্যয়ের চাপ একটু বাড়তে পারে। শরীর-স্বাস্থ্যের খেয়াল রাখুন। সন্তানের সৌভাগ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
15th     November,   2024
দিন পঞ্জিকা