দক্ষিণবঙ্গ

নবদ্বীপে শ্রীশ্রী রাধা মদনমোহন জিউ মন্দিরে শুরু গুরুনির্য্যাণ মহামহোৎসব

সংবাদদাতা, নবদ্বীপ: রবিবার থেকে নবদ্বীপের প্রাচীন ঐতিহ্যবাহী শ্রীশ্রী রাধা মদনমোহন জিউ মন্দিরে গুরুনির্য্যাণ মহামহোৎসব শুরু হল। এবার এই উৎসব ৯৩ তম বর্ষে পড়ল। এদিন নগর সংকীর্তন সহকারে ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভুর আদেশ প্রার্থনা করা হয়। সেই সঙ্গে রাধামদনমোহন জিউর বিশেষ পুজো অধিবাসের মধ্যে দিয়ে গুরুনির্য্যাণ মহোৎসব শুরু হল। রাসপূর্ণিমার পর কৃষ্ণাদ্বিতীয়া তিথি থেকে ১১ দিনব্যাপী এই উৎসব চলবে। এই অনুষ্ঠানে গৌরলীলা, রামলীলা এবং কৃষ্ণলীলা কীর্তন এবং ভাগবত পাঠ, নামকীর্তন, ভক্তিগীতি অনুষ্ঠিত হবে। ১৭ থেকে ২৭ নভেম্বর  মোট ১১ দিন ধরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনের করা হয়েছে।  
রাধা মদনমোহন জিউ মন্দিরের বর্তমান সেবায়েত নিত্যগোপাল গোস্বামী বলেন, রবিবার থেকে ১১দিন ব্যাপী অখণ্ড কীর্তনাদি ভক্তিমূলক কার্যক্রম হতে চলেছে। তার মধ্যে প্রতিদিন গৌরলীলা, কৃষ্ণলীলা, রামলীলা, ভাগবত প্রবচন, নাম সংকীর্তন, নগরকীর্তন, প্রসাদ বিতরণ প্রভৃতি অনুষ্ঠিত হবে।
তথ্য সূত্র অনুসারে বাংলার ঐতিহ্য পদাবলী কীর্তনের বিশুদ্ধতা রক্ষার জন্য  প্রভু প্রাণগোপাল স্যার আশুতোষ মুখোপাধ্যায়, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ও আরও কীর্তন অনুরাগীদের নিয়ে আনুমানিক ১৯২০ সাল নাগাদ তাঁর মদনমোহন মন্দিরে এই মহোৎসবের সূচনা করেন। উদ্যোক্তাবৃন্দের সুযোগ সুবিধা মতো বছরের বিভিন্ন সময়ে এই উৎসব অনুষ্ঠিত হয়ে আসছিল। তবে এই উৎসবকে স্থায়ী রূপ দান করার জন্য প্রভু প্রাণগোপাল তাঁর গুরুমা সারদা সুন্দরীদেবীর তিরোধান তিথিকে বেছে নেন। কীর্তনের সঙ্গে আরো কিছু ভক্তিঅঙ্গ যুক্ত করে উৎসবের নামকরণ করেন শ্রীশ্রী গুরুনির্য্যাণ মহামহোৎসব। এবার এই উৎসব ৯৩ তম বর্ষে পড়ল। প্রভু প্রাণগোপালের চতুর্থ প্রজন্ম বর্তমানে এই উৎসব পরিচালনা করছেন।
16h 16m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সব কাজকর্মেই কমবেশি বাধা থাকবে। ব্যয়ের চাপ একটু বাড়তে পারে। শরীর-স্বাস্থ্যের খেয়াল রাখুন। সন্তানের সৌভাগ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
15th     November,   2024
দিন পঞ্জিকা