দক্ষিণবঙ্গ

কান্দিতে রাস্তায় বিচুলি শুকোনোয় বাড়ছে দুর্ঘটনা, জখম হচ্ছে অনেকে

সংবাদদাতা, কান্দি: ধান কেটে রাস্তাতেই ঝাড়াই হচ্ছে। ঝাড়াইয়ের পর রাস্তাতেই জমা হচ্ছে খড়ের বিচুলি। ফলে কান্দি মহকুমার গ্রামীণ সড়কগুলিতে বাড়ছে বিপদ। বিচুলিতে বাইকের চাকা আটকে প্রায়শই ঘটছে দুর্ঘটনা। জখমও হচ্ছেন অনেকে। প্রশাসনিক হস্তক্ষেপের দাবি উঠেছে।
প্রসঙ্গত, কান্দি মহকুমায় জেলার সবচেয়ে বেশি আমন ধান চাষ হয়। এবছর প্রায় ৮৭ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে বলে মহকুমা কৃষিদপ্তর সূত্রে জানানো হয়েছে। সেই ধান কাটাও শুরু হয়েছে। ধান কাটার পর ধান ঝাড়াই হচ্ছে গ্রামীণ সড়কগুলির উপর। ঝাড়াইয়ের পর বিচুলিও ফেলে রাখা হচ্ছে রাস্তার উপর। বিচুলি শুকোতে কয়েকদিন কেটে গেলে তারপর সেগুলি জ্বালানির জন্য নিয়ে যাওয়া হচ্ছে বাড়িতে।
খড়গ্রাম ব্লকের নগর জোকাসাঁকো ঝিকটা গ্রামীণ সড়কের বিভিন্ন গ্রামে রাস্তার উপর বিচুলি শুকোতে দেওয়া হয়েছে। কোথাও আবার বিচুলি পচে গিয়ে রাস্তা পিচ্ছিল করে দিয়েছে। ফলে বাইক চালকরা চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ। স্থানীয় ভালকুন্দি গ্রামের বাসিন্দা স্বপনকুমার ঘোষ বলেন, রাস্তার উপর বিচুলি ফেলে রাখায় প্রায়দিন দুর্ঘটনা ঘটছে। বাসিন্দাদের বারণ করেও কাজ হচ্ছে না। অনেক সময় ঝামেলাও লাগিয়ে দেয় চাষিরা।
গত শুক্রবার ও শনিবার স্থানীয় ঝিকটা গ্রামে বিচুলি বাইকের চাকায় ঢুকে দু’টি দুর্ঘটনা ঘটেছে বলে বাসিন্দারা জানিয়েছেন। তাঁদের মধ্যে একজনকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যজনকে খড়গ্রাম গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। 
প্রায় একই অবস্থা মহকুমার অন্যান্য গ্রামগুলিতেও। কান্দির হিজল এলাকা থেকে ভরতপুর ১ ব্লকের বিভিন্ন গ্রামীণ সড়ক সহ বড়ঞা ব্লক এলাকাতেও রাস্তার উপর বিচুলি শুকোতে দেওয়ার ছবি দেখা গিয়েছে। সিজগ্রাম আমলাই গ্রামীণ সড়কের পোদমুর গ্রামেও গত শুক্রবার একটি বাইকের চাকায় বিচুলি ঢুকে গিয়ে দুর্ঘটনা ঘটেছে। তাতে আমলাই গ্রামের নরেশ পাল নামে এক প্রৌঢ়র ডান হাত ভেঙে গিয়েছে বলে জানা গিয়েছে। পোদমুর গ্রামের বাসিন্দা অলক দে বলেন, গ্রামের লোককে বলা হয়েছে রাস্তায় বিচুলি না রাখার জন্য। কিন্তু আমরা সাধারণ মানুষ বলে কেউ কথা কানে তোলে না। পুলিস বা প্রশাসনের লোকজন বললে তবেই কাজ হবে। কান্দি মহকুমা শাসক উৎকর্ষ সিং বলেন, সমস্যা নিয়ে এলাকার বিডিওদের ব্যবস্থা নেওয়ার জন্য বলা হবে।
10h 10m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সব কাজকর্মেই কমবেশি বাধা থাকবে। ব্যয়ের চাপ একটু বাড়তে পারে। শরীর-স্বাস্থ্যের খেয়াল রাখুন। সন্তানের সৌভাগ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
15th     November,   2024
দিন পঞ্জিকা