দক্ষিণবঙ্গ

তৃণমূলের বিজয়া সম্মিলনিতে মানুষের মধ্যে বিলি হল পাঁচ কুইন্টাল জিলিপি

সংবাদদাতা, বেলদা: তৃণমূলের বিজয়া সম্মিলনিতে ভাজা হল ৫ কুইন্টাল জিলিপি। আর তা বিলি করা হল গ্রামবাসীদের মধ্যে। তারিয়ে তারিয়ে জিলিপি খেলেন তৃণমূল কর্মী ও গ্রামবাসীরা। বিধায়ক সূর্যকান্ত অট্ট নিজের হাতে তাঁদের জিলিপি খাওয়ালেন। রবিবার বিকেলে নারায়ণগড় বিধানসভার খালিনাতে তৃণমূল কংগ্রেসের ডাকে আয়োজন করা হয়েছিল বিজয়া সম্মিলনির। সাধারণ মানুষকে মিষ্টিমুখ করাতে ছিল এলাহি আয়োজন। মঞ্চের পাশেই উনুন জ্বেলে ভাজা হল জিলিপি। উদ্যোক্তা নারায়ণগড় ব্লক তৃণমূলের এসসি সেলের সভাপতি সুশান্ত ধল বলেন, আমাদের মা মাটি মানুষের সরকার সাধারণ মানুষের কথা ভাবে। এইসব এলাকায় মেলা বা পার্বণ ছাড়া জিলিপি তেমনভাবে পাওয়া যায় না। আর তাই সাধারণ মানুষকে মিষ্টিমুখ করাতে বিজয়া সম্মিলনিতে এই আয়োজন। শুধু জিলিপি নয়, মেয়েদের জন্য আয়োজন ছিল ফুচকারও।
অপরদিকে, নারায়ণগড় অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে চাতুরীভাড়া এলাকাতে আয়োজন করা হয়েছিল বিজয়া সম্মিলনির। এই বিজয়া সম্মিলনির মঞ্চে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন প্রায় দেড় শতাধিক কর্মী সমর্থক। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিধায়ক সূর্যকান্ত অট্ট।
নারায়ণগড়ের পাশাপাশি দাঁতন বিধানসভার হরিপুর এলাকাতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন একাধিক নেতাকর্মী। হরিপুরে দলীয় কার্যালয়ে আয়োজিত একটি সাংগঠনিক কর্মসূচিতে বিজেপি নেতৃত্ব সহ ১৩ জন কর্মী যোগ দেন তৃণমূলে। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন দাঁতন ২ ব্লক তৃণমূল সভাপতি ইফতেখার আলি। -নিজস্ব চিত্র
16h 16m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সব কাজকর্মেই কমবেশি বাধা থাকবে। ব্যয়ের চাপ একটু বাড়তে পারে। শরীর-স্বাস্থ্যের খেয়াল রাখুন। সন্তানের সৌভাগ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
15th     November,   2024
দিন পঞ্জিকা