নানারকম

ডোভার লেন মিউজিক কনফারেন্সের সূচনা

বড়দিন হোক বা নতুন বছর। শীত পড়লেই উৎসবে মেতে ওঠে কলকাতা। ‘দ্য ডোভার লেন মিউজিক কনফারেন্স’ ছাড়া এই শীতকালীন উৎসব অসম্পূর্ণ। শাস্ত্রীয় সঙ্গীত-নৃত্যের এই মহাযজ্ঞ ৭৩ বছরে পা দিল। এবার ‘সঙ্গীত সম্মান’ পাচ্ছেন বিশিষ্ট মণিপুরী নৃত্যশিল্পী ইলম ইন্দিরা দেবী। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা হল। ডোভার লেনের অন্যতম পৃষ্ঠপোষক সঞ্জয় বুধিয়া বলেন, ‘শুধু ভারত নয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই অনুষ্ঠান শুনতে ভিড় জমান শ্রোতারা।’ প্রবীণ শিল্পীদের সঙ্গে নবীনদের উজ্জ্বল উপস্থিতি এই আয়োজনের বিশেষ প্রাপ্তি। পণ্ডিত সমর সাহার কথায়, ‘প্রতিষ্ঠিত শিল্পীদের পাশাপাশি নতুনদের সুযোগ দেওয়াটা অত্যন্ত জরুরি। এই প্রজন্মের শিল্পীদের নিজের সেরাটা তুলে ধরার সুযোগ করে দেয় ডোভারলেন।’ 
২০০০ সালে ডোভার লেনের মেধা অন্বেষণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন রোঙ্কিনি গুপ্ত। এবার মূল অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন এই উদীয়মান শিল্পী। রোঙ্কিনির কথায়, ‘জীবনের যেন একটা বৃত্ত সম্পূর্ণ হল। ২০০০ সালে প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছিলাম। ২৫ বছর পর ফিরে আসতে পেরে খুব ভালো লাগছে।’ চার রাতের এই আয়োজনে রোঙ্কিনি ছাড়া কণ্ঠসঙ্গীত পরিবেশন করবেন উলহাস কাশালকর, কলাপিনি কোমকলি, সোহিনী রায়চৌধুরী, সাজন মিশ্র, অঙ্কিতা জোশি, পদ্মিনী রাও, ব্রিজভূষণ গোস্বামী, সন্দীপন সমাজপতি প্রমুখ। যন্ত্রসঙ্গীতে থাকছেন আমান আলি বাঙ্গাস, প্রবীণ গোড়খিন্ডি, অনুপমা ভগবত, বিশ্বমোহন ভাট, তরুণ ভট্টাচার্য, ফিল স্ক্রাফ, জয়ন্তী কুমারেশ, সুজাত খান, সঞ্জয় ঘোষ, অনির্বাণ রায় সহ অন্যান্যরা। এছাড়া শাস্ত্রীয় নৃত্য পরিবেশন করবেন বৈদেহী কুলকার্নি, গীতা সিরিশা, সুদীপ চক্রবর্তী।
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা