বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
নানারকম

গানের আশ্রয়ে মুক্তির খোঁজ

তাপস কাঁড়ার: লোকগানের সুর আসলে জীবনবোধের আর এক নাম। সেই সুর মঞ্চ ছাড়িয়ে ছড়িয়ে পড়ে সারা অডিটোরিয়াম জুড়ে। গানের সেই সুরে একতারা মিলেমিশে একাকার। সম্প্রতি লালন সাঁইয়ের ভাব শিষ্যদের নিয়ে গিরিশ মঞ্চে মঞ্চস্থ হল বিজয় ভট্টাচার্যের রচনা ও আলিপুর অহনা প্রযোজিত  সঙ্গীতময় নাটক ‘মরমিয়া’। সম্পাদনা, সামগ্রিক ভাবনা ও নির্দেশনার দায়িত্বে ছিলেন দীপঙ্কর চট্টোপাধ্যায়।
গল্প অনুযায়ী মণিরুদ্দিন সংসার জীবন ত্যাগ করে মনের মুক্তি খুঁজে পেয়েছে লালন সাঁইয়ের আখড়ায় এসে। সংসারের বাঁধন তার মনকে তৃপ্তি দিতে পারে না। মুক্তির খোঁজে অস্থির মণিরুদ্দিন সংসার ছেড়ে হাজির হয় লালনের আখড়ায়। জীবনের বাকি দিনগুলো সেখানেই সঙ্গীতে নিমজ্জিত হয়ে মুক্তি পেতে চায় সে। এদিকে মণিরুদ্দিনকে সংসারে ফিরিয়ে আনার চেষ্টা করে তার স্ত্রী। গল্পের পরতে পরতে খুলে যায় সমাজের স্বার্থান্বেষী মানুষদের মুখোশ।
মণিরুদ্দিনের চরিত্রে শৈবাল বন্দ্যোপাধ্যায়ের অভিনয় উল্লেখ্য। চরিত্রের উদাসীনতা তাঁর অভিনয়ের মধ্যে  সুন্দর ধরা পড়েছে। এছাড়া নীলাচল বন্দ্যোপাধ্যায়, দীপেন ভট্টাচার্য, সোহিনী চক্রবর্তী বেশ ভালো অভিনয় করেছেন। বলরামের চরিত্রে পরিচালক তথা অভিনেতা দীপঙ্কর চট্টোপাধ্যায়ের অভিনয়ও ছিল আকর্ষণীয়। কাঙাল হরিনাথের চরিত্রে অশোক দাসের অভিনয় সাবলীল। যোগ্য সহযোগিতা করেছে বাবলু নস্করের মঞ্চ ভাবনা। আবহ প্রক্ষেপণে ছিলেন ধ্রুব দাস। সৈকত মান্নার আলোক ভাবনা নাটককে আকর্ষণীয় রূপ দেয়। 
মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করে জাতের স্বার্থ রক্ষা হয় না। এই নাটক সেই সত্যকেই ফের প্রতিষ্ঠিত করে জীবনদর্শনের গানের মধ্যে দিয়ে। 
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে সাফল্য ও খ্যাতি লাভের যোগ। ব্যবসা ভালো হবে। হস্তশিল্পীদের উপার্জন বৃদ্ধি পাবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৩ টাকা৮৮.৩৭ টাকা
পাউন্ড১০৬.৯২ টাকা১১০.৬৭ টাকা
ইউরো৮৯.১৭ টাকা৯২.৫৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
9th     February,   2025
দিন পঞ্জিকা