নানারকম

নাটকের আলোচনা: চন্দ্রা বেদেনির গল্প

চন্দ্রা। নাচে, গানে সংসার ভরিয়ে রাখে। ভুখা পেট হলেও আনন্দ প্রদর্শনে তার রেশ নেই। এই নাচনিরাই সংসারের একমাত্র সহায়। আদিবাসী অধ্যুষিত বুন্দেলখন্ডের বেদেনি সম্প্রদায়, যাদের পেশা গ্রামে ঘুরে ঘুরে গান ও নাচ প্রদর্শন। এই বেদিনিদের মধ্যে চন্দ্রা অন্যতম। যার গান ও নাচের জনপ্রিয়তা বুন্দেলখন্ডের কোনায় কোনায়। বেদিনি চন্দ্রার জীবন, পেশা, প্রেম ও তার পরিণতি নিয়ে রঙ্গকর্মীর নতুন হিন্দি নাটক ‘চন্দ্রা বেদেনি’। বিশিষ্ট সাহিত্যিক, নাট্য ব্যক্তিত্ব অলকনন্দনের লেখা ও অনিরুদ্ধ সরকারের পরিচালনায় সম্প্রতি নাটকটি মঞ্চস্থ হল তপন থিয়েটারে।
চন্দ্রা একদিকে যেমন সুগায়িকা, তেমনই নৃত্য পটিয়সী। তার রূপ ও গুণের মোহে সকলেই মুগ্ধ। রাজাও সে তালিকায় বাদ নন। চন্দ্রার আকর্ষণ বুন্দেলখন্ডের আকাশে বাতাসে। তার প্রেমের মৌতাত সবাই পেতে চায়। গ্রামের ব্রাহ্মণ ছেলে লখন আবার চন্দ্রার প্রেমে পাগল। চন্দ্রার ভালোবাসার ছোঁয়া তাকে পেতেই হবে। তাতে জাতের আভিজাত্য ভেঙে চুরমার হলেও তার পরোয়া করে না সে। অনেক অনুনয় বিনয়, প্রতিশ্রুতির শেষে চন্দ্রার হৃদয়ে স্থান পায় লখন। জাতপাতের বিভেদ মুছে জয়ী হয় ভালোবাসা। কিন্তু এই প্রেমের পরিণতি বড় বিষাদময়।
নাটক জুড়ে সঙ্গীতের সুর তরঙ্গ মন ভরিয়ে দেয়। নাচ ও গানের সামঞ্জস্য চমৎকার। তারিফ করতে হয় মঞ্চ পরিকল্পনারও। নাটকের সূক্ষাতিসুক্ষ অনুসঙ্গকে পরিচালক সুন্দর করে বেঁধেছেন। চন্দ্রার চরিত্রে রঞ্জিনী ঘোষের অভিনয় অনবদ্য। লখনের চরিত্রে অঙ্কিত শর্মাও দারুণ। এছাড়া সাধু (ওম তিওয়ারি), মৃদঙ্গ (শুভম), মুন্নি (অনিন্দিতা পতি), রাজার (মনোসিজ বিশ্বাস) অভিনয়ও ভালো লাগে। অভিনয়ের পাশাপাশি বাজনদারের দায়িত্বও ভালো সামলেছেন শুভম। সন্দীপ সুমন ভট্টাচার্যের মঞ্চ পরিকল্পনা, বাদল দাসের আলো নাটকে একে অন্যের পরিপূরক। বিশেষত শেষ দৃশ্য এতটা পরিপক্ক যে, দর্শকের নজর মঞ্চ থেকে সরবে না। 
তাপস কাঁড়ার
8d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা