বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিনোদন

মুম্বইয়ের রাস্তায় ঘুরছে গুহামানব! ভাইরাল ভিডিও

মুম্বই, ৩ ফেব্রুয়ারি: মুম্বইয়ের ব্যস্ত রাস্তায় ঘুরছে আজব এক ব্যক্তি। উসকো-খুসকো চুল, লম্বা দাড়ি, মোটা মোটা ভুরু! পরেছেন চামড়ার পোশাক। পায়ে রয়েছে বেঢপ মাপের আজব জুতো! হঠাৎ দেখে মনে হবে প্রাচীন যুগের কোনও গুহামানব। সাধারণ মানুষের ভিড়েই ঘুরে বেড়াচ্ছিলেন তিনি। আচমকাই তাঁকে দেখে চমকে উঠেছিলেন পথচারী এবং গাড়ি চালকরা। মোটের উপর ওই রাস্তায় থাকা এমন কোনও ব্যক্তিই নেই যার নজর তাঁর দিকে যায়নি। অদ্ভূত বেশভুষার এই মানুষকে দেখে স্কুল ফিরতি কয়েকজন শিশুও তার মায়ের পিছনে লুকিয়ে পড়ছিল। পাচ্ছিল বেজায় ভয়ও। কিন্তু কে ইনি? এনার পরিচয়ই বা কী? ইনি কী ভিক্ষুক না মানসিক বিকারগ্রস্ত? কোথা থেকে তার আবির্ভাব হল? এইরকম একাধিক প্রশ্ন তখন ঘুরপাক খাচ্ছে তাঁকে দেখা পথচারীদের মনের ভিতরে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেজায় ভাইরাল মুম্বইয়ের জুহুর রাস্তার এই গুহামানবের ছবি-ভিডিও। পরে অবশ্য জানা গেল সত্যিটা। উনি আদতেই কোনও ভিক্ষুক বা বিকারগ্রস্ত কোনও ব্যক্তি নন। বরং তিনি বলিউড সুপারস্টার। বলিউডের খানের এতজন। নামও সকলেরই জানা। তাঁর নাম আমির খান। এমনটাই দাবি করা হয়েছে। কিন্তু যেভাবে, যে পোশাকে তিনি মুম্বইয়ের ব্যস্ত রাস্তায় ঘুরেছেন তাতে কাকপক্ষীরাও না কী টের পায়নি যে তাঁদের সামনেই দাঁড়িয়ে রয়েছেন খোদ আমির। জানা গিয়েছে, অদ্ভূত এই লুক পেতে দীর্ঘক্ষণ মেকআপও করতে হয়েছে তাঁকে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে তাঁর সেই মেকআপ করার সেই ভিডিও-ছবিও। সেটিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। কিন্তু আজব এই বেশভুষায় হঠাৎ তিনি রাস্তায় কেন? এটা কী তাহলে কোনও ফিল্মের স্টান্ট না কী বিজ্ঞাপনের কোনও শ্যুটিং। এই বিষয়ে অবশ্য খোলসা করে কিছুই জানা যায়নি। তবে অদ্ভূতভাবেই অভিনেতার টিমের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ওই ব্যক্তি নাকি আমির খান নন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সমস্ত ভিডিও-ছবিই জাল বলেও দাবি উঠেছে। তাহলে তিনি কী সত্যিই আমির খান নন? তাহলে তিনি আদতে তিনি কে? এই নিয়ে বি-টাউন সহ একাধিক মহলে শুরু হয়েছে আলোচনা।  
 
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কারও কাছ থেকে কোনও দামি উপহার লাভ হতে পারে। অকারণ বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। স্বাস্থ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.১৮ টাকা৮৭.৯২ টাকা
পাউন্ড১০৬.২৮ টাকা১১০.০২ টাকা
ইউরো৮৮.১৫ টাকা৯১.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা