বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিনোদন

রান্নাঘরের ‘ঋতু’রানি

স্বাধীনতা পরবর্তী সময়ে আপামর বাঙালি হেঁশেলের স্বাদ বদলে দিয়েছিলেন বেলা দে। তাঁর হাতের জাদুতে রান্নাঘর ভরে উঠত সুস্বাদু নানাপদে। তাঁর রান্নার বই আমজনতার ঘরে ঘরে জনপ্রিয়তা লাভ করেছিল। তৈরি হচ্ছে বেলা দে’র জীবনী নির্ভর ছবি ‘বেলা’। সেখানে নাম ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। পরিচালক অনিলাভ চট্টোপাধ্যায়। ৪৮তম বইমেলায় ছবির আনুষ্ঠানিক ঘোষণা হল। 
পর্দার বেলা অর্থাৎ ঋতুপর্ণা বললেন, ‘বেলা দে তৎকালীন সময়ে সামাজিক বিপ্লব ঘটিয়েছিলেন। তাঁর হাত ধরে বেতার জগতে বিরাট পরিবর্তন এসেছিল। কথাতেই আছে, যে রাঁধে সে চুলও বাঁধে— বেলা দে তাঁর অন্যতম উদাহরণ। গৃহিণীদের নিজস্ব স্বীকৃতির জন্য বেলার লড়াই আজও নানা মহলে চর্চিত। বেলা দে’র চরিত্রে অভিনয় করতে পেরে আমি ভীষণ খুশি। কারণ, আমার মায়ের কাছে বেলা দে’র রান্নার বই দেখেছি। চরিত্রটি অভিনয় করছি শুনে মা খুব খুশি হয়েছিলেন। কিন্তু, দুঃখের বিষয় মা আজ নেই। আমি জানি মা ঠিকই দেখছে।’
বইয়ের পাতা থেকে এবার রূপোলি পর্দায় রান্নার সুগন্ধ ছড়িয়ে পড়বে ‘বেলা’ ছবির মাধ্যমে। বেলা দে’র বায়োপিক বিভিন্ন রান্নার রেসিপির সঙ্গে সঙ্গে আকাশবাণী, মহিলা মহল সহ একাধিক নস্টালজিয়া নতুন করে উস্কে দেবে। ছবির পরিচালক অনিলাভ চট্টোপাধ্যায় বলেন, ‘মেয়েদের স্বীকৃতি, স্বাধীনতার জন্য বেলা দে’র অদম্য লড়াই ছিল। আমি কাজের সূত্রে এমন অনেক গৃহিণীদের দেখেছি যাঁরা অসাধারণ রান্না করেন। ঘরকন্না ঘিরেই তাঁদের গোটা জগৎ। তাঁরা কোনও অফিসে চাকরি করেন না বা সঙ্গীত-নৃত্যে পারদর্শী নন। কিন্তু, তাঁদের রান্নার হাত তুখোড়। এই গৃহিণীদেরও দিনের শেষে স্বীকৃতি প্রাপ্য। কিন্তু, তাঁরা প্রাপ্য প্রশংসা থেকে বঞ্চিত হন। সেই সকল গৃহিণীদের আমরা এই ছবির মাধ্যমে স্বীকৃতি দিতে চাই। যাঁরা সারাদিন বাড়িতে রান্না করে মুখের সামনে খাবার তুলে দেন, তাঁরাও শিল্পী।’ পরিচালক জানালেন, বেলা চরিত্রের জন্য ঋতুপর্ণাই প্রথম পছন্দ ছিল। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন রণজয় ভট্টাচার্য। ‘বেলা’র সঙ্গে জুড়ে গিয়েছে সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং এর নামও। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মানসী সিনহা, ভাস্বর চট্টোপাধ্যায় সহ আরও অনেকে। শীঘ্রই মুক্তি পাবে সিনেমাটি।  
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কারও কাছ থেকে কোনও দামি উপহার লাভ হতে পারে। অকারণ বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। স্বাস্থ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.১৮ টাকা৮৭.৯২ টাকা
পাউন্ড১০৬.২৮ টাকা১১০.০২ টাকা
ইউরো৮৮.১৫ টাকা৯১.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা