বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

ভুটানকে বাণিজ্য বন্ধ রাখার হুমকি বাংলাদেশের

সংবাদদাতা, মেখলিগঞ্জ: এবার বৈঠক করে ভুটানকে সময় বেঁধে দিয়ে বাণিজ্য বন্ধ রাখার হুমকি দিল বাংলাদেশ। এই ঘটনায় চ্যাংরাবান্ধা স্থলবন্দরের ব্যবসায়ীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সম্প্রতি ভুটানের পণ্য ভুটানের ট্রাকে পাঠানোর দাবি তুলেছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। 
দাবির ভিত্তিতে বাংলাদেশের বুড়িমারি স্থলবন্দরের ইমপোর্টাস অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন ভুটান এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনকে চিঠি পাঠিয়েছে। এবার পরিবহণ সংক্রান্ত এই সমস্যা মেটানোর দাবিতে ভুটানকে সময়সীমা বেঁধে দিল বাংলাদেশের ব্যবসায়ীরা। বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করতে মঙ্গলবার চ্যাংরাবান্ধা স্থলবন্দরের ওপারে থাকা বুড়িমারি স্থলবন্দরে বৈঠক করেন বুড়িমারি স্থলবন্দরের ইমপোর্টাস অ্যান্ড এক্সপোর্টার্স- অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। সেই বৈঠকে সংগঠনের সভাপতি মহম্মদ আবু রাইয়ান আশরি, যুগ্ম সম্পাদক আয়নাল হক হাজির ছিলেন। 
পরিবহণ সংক্রান্ত এই সমস্যা ২৫ ফেব্রুয়ারির মধ্যে মেটানোর দাবি করে ভুটানের ব্যবসায়ী সংগঠনকে ফের চিঠি দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে সমস্যা না মিটলে চ্যাংরাবান্ধা দিয়ে বৈদেশিক বাণিজ্য সাময়িকভাবে বন্ধ করে রাখার হুমকিও দেওয়া হয়েছে। ওপারের বাংলাদেশের ব্যবসায়ীদের এই বার্তা এদিন পৌঁছয় চ্যাংরাবান্ধা স্থলবন্দরেও। তারপরই বিষয়টি নিয়ে আলোচনা চলতে থাকে। 
চ্যাংরাবান্ধার বানিজ্যিক সংগঠনের কর্মকর্তাদের কথায়, বাংলাদেশর ব্যবসায়ীদের এদিনের বৈঠকের কথা তাঁরাও জানতে পেরেছেন। তবে লিখিতভাবে কিছু না পাওয়া অবধি তাঁদের পক্ষে কিছু বলা সম্ভব নয় বলে তাঁরা জানিয়েছেন।
13h 13m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মনোরম স্থানে সপরিবারে ভ্রমণ ও আনন্দ উপভোগ। সম্পত্তি সংরক্ষণে সচেষ্ট না হলে পরে ঝামেলায় পড়তে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৩ টাকা৮৭.১২ টাকা
পাউন্ড১০৫.০৩ টাকা১০৭.৯৩ টাকা
ইউরো৮৮.৬২ টাকা৯১.৩২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা