বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

আলিপুরদুয়ারে পৌঁছলেন মুখ্যমন্ত্রী, উচ্ছ্বাস জেলাবাসীর

সংবাদদাতা, আলিপুরদুয়ার: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তিন দিনের আলিপুরদুয়ার জেলা সফর শুরু হল। মঙ্গলবার মুখ্যমন্ত্রী বিকেল সাড়ে ৩টে নাগাদ হাসিমারা বায়ুসেনা বিমানবন্দরে নামেন। তিনি আলিপুরদুয়ারে পা দিতেই জেলাবাসীর মধ্যে ধরা পড়ে উচ্ছ্বাস উদ্দীপনা। 
বিমানবন্দরে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান রাজ্যসভার সাংসদ তথা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রকাশচিক বরাইক, দলের জেলা চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা, দুই বিধায়ক জয়প্রকাশ টোপ্পো ও সুমন কাঞ্জিলাল। হাসিমারা থেকে আসার সময় গুরুদোয়ারা মোড়ে কিছুক্ষণের জন্য থামে মুখ্যমন্ত্রীর কনভয়। মুখ্যমন্ত্রী নিজে গুরুদোয়ারের প্রসাদ গ্রহণ করেন। গাড়ি থেকেই তিনি দলের রাজ্য সম্পাদক উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান মৃদুল গোস্বামী ও সুহৃদ মজুমদারের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন। 
মৃদুলবাবু আলিপুরদুয়ার বার অ্যাসোসিয়েশনের সভাপতি, সুহৃদবাবু সম্পাদক। মৃদুলবাবু আলিপুরদুয়ার জেলা আদালতের নতুন ভবনের উদ্বোধনের জন্য মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানান। এই আর্জির উত্তরে মুখ্যমন্ত্রী জানান, জেলা আদালতের বিল্ডিং নির্মাণের কাজ শেষ হোক। তারপর সময় পেলে অবশ্যই ভার্চুয়ালি উদ্বোধন করে দেবেন। 
এরপর মুখ্যমন্ত্রী কথা বলেন জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈবর সঙ্গে। রাস্তায় দাঁড়িয়েই তিনি  আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর, ভাইস চেয়ারপার্সন মাম্পি অধিকারী সহ কাউন্সিলরদের সঙ্গে কথা বলেন।। চেয়ারম্যানকে ভালো করে কাজ করার পরামর্শ দেন। 
 আজ, বুধবার দুপুরে আলিপুরদুয়ার শহরের প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন। কাল, বৃহস্পতিবার সুভাষিণী চা বাগানের মাঠে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান সেরে ওই দিনেই তাঁর কলকাতা ফিরে যাওয়ার কথা আছে।  নিজস্ব চিত্র।
13h 13m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মনোরম স্থানে সপরিবারে ভ্রমণ ও আনন্দ উপভোগ। সম্পত্তি সংরক্ষণে সচেষ্ট না হলে পরে ঝামেলায় পড়তে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৩ টাকা৮৭.১২ টাকা
পাউন্ড১০৫.০৩ টাকা১০৭.৯৩ টাকা
ইউরো৮৮.৬২ টাকা৯১.৩২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা