বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

ন্যাক-এর পরিদর্শনের আগেই ভোলবদল! রংয়ের প্রলেপ, কিচেন গার্ডেন, এনসিসি চালু

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: সামনেই ন্যাক-এর পরিদর্শন হওয়ার কথা। আর তারই জেরে ভোল বদলে গেল জলপাইগুড়ি প্রসন্নদেব মহিলা কলেজের। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এনসিসি চালু হয়ে গিয়েছে কলেজে। শুধু তাই নয়, কলেজ ক্যাম্পাসে জৈব পদ্ধতিতে গড়ে তোলা হয়েছে কিচেন গার্ডেন। রংয়ের প্রলেপ পড়েছে কলেজ ভবনে। বাহারি ফুলের গাছ দিয়ে সাজানো হয়েছে ক্যাম্পাস। কোথাও এতটুকু আবর্জনা জমতে দেওয়া হচ্ছে না। কলেজের গেটে মোতায়েন করা হয়েছে নিরাপত্তাকর্মী। পরীক্ষার সময় ছাত্রীদের অভিভাবকরা কলেজের বাইরে মাটিতে বসে অপেক্ষা করতেন। এখন তাঁদের বসার জন্য সিমেন্ট বাঁধানো জায়গা করে দেওয়া হয়েছে। তবে কলেজে ঢোকার মুখে বেহাল রাস্তা নিয়ে মাথাব্যথা যাচ্ছে না কর্তৃপক্ষের। বৃহস্পতিবার কলেজের অধ্যক্ষ সমাপ্তি সাহা বলেন, কিছুদিনের মধ্যেই ন্যাক-এর পরিদর্শন হওয়ার কথা। এর আগে ২০১৬ সালে আমাদের কলেজ ন্যাক-এর মূল্যায়নে বি প্লাস প্লাস পেয়েছিল। তবে শুধু যে ন্যাক-এর পরিদর্শনের কথা ভেবেই এতকিছু করা হচ্ছে তা নয়। সামগ্রিকভাবে আমরা কলেজের চেহারাটা বদলে দিতে চাইছি।
জলপাইগুড়ি পিডি উইমেন্স কলেজ ৭৫ বছরে পা দিয়েছে। ইউরোপিয়ান কোম্পানির তৈরি বিল্ডিং রয়েছে এই কলেজের অধীনে। ওই ভবন যাতে হেরিটেজ স্বীকৃতি পায়, তারও চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন অধ্যক্ষ। তিনি বলেন, হেরিটেজের বিষয়টি নিয়ে এর আগে আমরা জেলা প্রশাসনকে চিঠি দিয়েছিলাম। এখনও কোনও উত্তর পাইনি। এবার আমরা রাজ্য সরকারকেও জানাতে চাইছি। তবে কলেজ ক্যাম্পাসের ভোলবদল হলেও ঢোকার মুখে বেহাল রাস্তা যে তাঁদের যথেষ্টই বিড়ম্বনায় ফেলছে তা স্বীকার করে নিয়েছেন কলেজের অধ্যাপকরা। তাঁরা বলেন, পুরসভার কাছে আমরা ইতিমধ্যেই ওই রাস্তা সংস্কারের দাবি জানিয়েছি।
উত্তরবঙ্গে নানা জনজাতির বাস। তাদের পোশাক, বাদ্যযন্ত্র থেকে ব্যবহার করা নানা সামগ্রী দিয়ে একটি মিউজিয়াম তৈরির উদ্যোগ নিয়েছে পিডি উইমেন্স কলেজ। পাশাপাশি অতীতে বিজ্ঞানের ল্যাবরেটরিতে যেসব সরঞ্জাম ব্যবহার হতো, এখন আর সেগুলি হয় না। ওইসমস্ত সামগ্রী দিয়ে আরএকটি আলাদা মিউজিয়াম তৈরির ভাবনা রয়েছে কলেজ কর্তৃপক্ষের। অধ্যক্ষ বলেন, প্রাক্তনীদের অনেকের সঙ্গে কথা হয়েছে। তাঁরা নিখরচায় কলেজের ছাত্রীদের স্পোকেন ইংলিশ ও ক্লাসিক্যাল ডান্স শেখাতে রাজি। চলতি সপ্তাহ থেকেই আমরা চালুর চেষ্টা করছি। বর্তমানে এই কলেজে স্নাতকোত্তর কোনও বিষয় পড়ানো হয় না। কর্তৃপক্ষের অবশ্য দাবি, পোস্ট গ্র্যাজুয়েট কোর্স চালুর আপ্রাণ চেষ্টা চলছে। 
-নিজস্ব চিত্র।
14d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

প্রায় সম্পূর্ণ কাজে শেষ মুহূর্তে বাধা পড়ায় বিচলিত হয়ে পড়তে পারেন। সন্তানের বিদ্যা শিক্ষার বিষয়ে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা ৮৭.৫২ টাকা
পাউন্ড১০৫.৭৯ টাকা১০৯.৫২ টাকা
ইউরো৮৮.৩৫ টাকা৯১.৭২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা