বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

চিকিৎসার অভাবে ঠাকুমার মৃত্যু, ডাক্তার হওয়ার জেদ তখনই মনে গাঁথে আনমোলের

রবীন রায়, আলিপুরদুয়ার: চা বাগান এলাকায় চিকিৎসা ব্যবস্থা ভালো নেই। নেই চিকিৎসকও। সেই কারণে ২০২২ সালে উপযুক্ত চিকিৎসার অভাবে মারা যায় ঠাকুমা। সেই থেকে চা বাগানের ছেলেটির জেদ চেপে যায় বড় হয়ে পড়াশোনা করে চিকিৎসক হবে। ডাক্তার হয়ে চা বাগান এলাকার অসহায় মানুষের চিকিৎসা করবে। কালচিনির মেচপাড়া চা বাগানের বাসা লাইনের বাসিন্দা ওই ছেলেটি আনমোল লামা ডাক্তার হতে চলেছেন। আনমোল এখন মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রথমবর্ষের ছাত্র। 
আনমোলের বাবা অমলবাবু মেচপাড়া চা বাগানের স্টাফ। মা গীতাদেবী গৃহবধূ। তিনি অবশ্য মাঝেমধ্যে চা পাতা তোলার কাজ করেন। বাগানের ফ্যাক্টরির কাছে বাসা লাইনে চা শ্রমিক আবাসেই মা বাবা ও এক দাদার সঙ্গে বড় হয়ে উঠেছেন আনমোল। 
অভাবের সংসারে স্বাভাবিকভাবেই আনমোলের ডাক্তার হওয়ার জার্নিটা মোটেও মসৃণ ছিল না। ২০২২ সালে মাধ্যমিক পরীক্ষার সময় ঠাকুমা বিষ্ণুমায়া লামা উপযুক্ত চিকিৎসার অভাবে মারা যান। তখনই জেদ চেপে যায় আনমোলের ডাক্তার হওয়ার। চিকিৎসার অভাবে ঠাকুমার মৃত্যুর ঘটনা বদলে দেয় আনমোলকে। 
হ্যামিল্টগঞ্জের একটি ইংরেজিমাধ্যম স্কুলের মেধাবী পড়ুয়া আনমোল মাধ্যমিক পরীক্ষায় পাশ করে একাদশে ভর্তি হন। দ্বাদশ শ্রেণিতে পড়ার সঙ্গে সঙ্গে নিটের কোচিং নেওয়া শুরু করেন। বাড়িতে বিভিন্ন বিষয়ের বই এনে বইয়ের মধ্যে ডুবে যান। তারপর নিট পরীক্ষায় ভালো ফলে করে মালদহ সরকারি মেডিক্যাল কলেজে ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছেন আনমোল। 
চা বাগানের ছেলে আনমোলের এই সাফল্যে মেচপাড়া বাগানের শ্রমিক মহল্লায় এখন খুশির হাওয়া। প্রত্যেকেরই বক্তব্য, মেধা ও ইচ্ছাশক্তি থাকলে চা বাগানে বসবাস করেও যে ডাক্তার হওয়া যায় তা দেখিয়ে দিলেন আনমোল। 
বাবা অমলবাবু বলেন, আনমোল এমনিতেই শান্ত-লাজুক স্বভাবের। ছোট থেকেই পড়াশোনাতে ও ভালো। কিন্ত অসম্ভব জেদি। যেটা ধরবে সেটার শেষ দেখে ছাড়বে। ছেলে ওর লক্ষ্যে পৌঁছবে, আমরা আশাবাদী। 
আনমোল বলেন, উপযুক্ত চিকিৎসার অভাবে ঠাকুমা মারা যান। চা বাগান বনবস্তি এলাকায় তো চিকিৎসকও নেই। তাই জেদ চেপেছিল চিকিৎসক হওয়ার। ইচ্ছে আছে ডাক্তার হওয়ার পর চা বাগান এলাকায় চিকিৎসা শুরু করার।
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

প্রায় সম্পূর্ণ কাজে শেষ মুহূর্তে বাধা পড়ায় বিচলিত হয়ে পড়তে পারেন। সন্তানের বিদ্যা শিক্ষার বিষয়ে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা ৮৭.৫২ টাকা
পাউন্ড১০৫.৭৯ টাকা১০৯.৫২ টাকা
ইউরো৮৮.৩৫ টাকা৯১.৭২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা