বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

দুয়ারে সরকারের শিবির মাতাচ্ছে ‘নাটুয়া’ গান 
 

সংবাদদাতা, ইসলামপুর: ইসলামপুরে দুয়ারে সরকারের শিবির মাতাচ্ছে রাজবংশী সমাজের ‘নাটুয়া’ গান। শুক্রবার ইসলামপুরের জগতাগাঁও হাইস্কুলে দুয়ারে সরকার শিবির বসে। স্থানীয় বাসিন্দারা শিবিরে এসে নানা প্রকল্পের সুবিধা নিতে আবেদনপত্র জনা করেন। উপভোক্তাদের মনোরঞ্জনের জন্য  শিবিরে ‘নাটুয়া’ গানের ব্যবস্থা করা হয়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের লোকপ্রসার প্রকল্পে নথিভুক্ত লোকশিল্পীরা বিভিন্ন এলাকায় দুয়ারে সরকার শিবিরে গানের মাধ্যমে সরকারি প্রকল্পের প্রচার ও স্থানীয় সংস্কৃতিকে তুলে ধরছেন। এদিন ফর্ম জমা দিতে এসে মানুষের বাড়তি পাওনা ছিল ‘নাটুয়া’ গান।
জগতাগাঁওয়ের সাবুলাল সিংহ, রামনাথ সিংহ, কিলারাম সিংহ, সুবলচন্দ্র সিংহ, সজনীকান্ত সিংহ, অতুল সিংহ সহ মোট ১২ জনের একটি দল দীর্ঘদিন নাটুয়া গান গাইছেন। বাঁশি, ঢোলের সঙ্গে গান ও অভিনয় মিলিয়ে নাটুয়া গান গাওয়া হয়। তথ্য ও সংস্কৃতি বিভাগের মহকুমা আধিকারিক শুভদীপ দাস বলেন, সরকারি নির্দেশ অনুসারে আমরা বিভিন্ন শিবিরে লোকগানের আয়োজন করি। যাতে মানুষ  পরিষেবা নেওয়ার পাশাপাশি গানবাজনা শুনতে পারেন। লোকপ্রসার প্রকল্পের শিল্পীরা এই অনুষ্ঠানের জন্য প্রত্যেকে ১ হাজার করে টাকা পান। এতে শিল্পীদের আয়ের পাশাপাশি সরকারের বিভিন্ন প্রকল্পও প্রচার হয়।
লোকশিল্পী  সাবুলাল বলেন, ছোট থেকেই আমরা নাটুয়া গান গাই। নাটুয়া শব্দের অর্থ ছড়ার মাধ্যমে ভগবানের গান। গানগুলি স্থানীয় লোকসংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত। নিজেরাও একাধিক ছড়া তৈরি করে গান লিখেছি। এতদিন স্বীকৃতি মেলেনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকপ্রসার প্রকল্পের মাধ্যমে আমাদের স্বীকৃতি দিয়েছেন। সংশ্লিষ্ট দপ্তরের নির্দেশে বিভিন্ন সরকারি কর্মসূচিতে আমরা নাটুয়া গান পরিবেশন করি।
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

প্রায় সম্পূর্ণ কাজে শেষ মুহূর্তে বাধা পড়ায় বিচলিত হয়ে পড়তে পারেন। সন্তানের বিদ্যা শিক্ষার বিষয়ে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা ৮৭.৫২ টাকা
পাউন্ড১০৫.৭৯ টাকা১০৯.৫২ টাকা
ইউরো৮৮.৩৫ টাকা৯১.৭২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা