বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

ট্রেনে বিহারে ‘পাড়ি’ রায়গঞ্জের সরস্বতী প্রতিমার 

সংবাদদাতা, রায়গঞ্জ: ট্রেনে করে ভিনরাজ্যে পাড়ি দিলেন দেবী সরস্বতী। আগামী সোমবার সরস্বতী পুজো। সেই উপলক্ষ্যে রায়গঞ্জ থেকে সরস্বতী প্রতিমা নিয়ে যাচ্ছেন বিহারের বাসিন্দারা। রাধিকাপুর-কাটিহার, রাধিকাপুর-তেলতা ট্রেনে, রায়গঞ্জ শহরের কাঞ্চনপল্লি এলাকা থেকে বিহারের কাটিহার, বারসই, পূর্ণিয়া জেলায় প্রতিমা নিয়ে যাওয়া হচ্ছে।  গতবারের তুলনায় এবছর বিহারে প্রতিমা বিক্রি বেড়েছে বলে মৃৎশিল্পীরা জানিয়েছেন।
মৃৎশিল্পী ভানু পাল বলেন, আমরা এবছর দুশ্চিন্তায় ছিলাম। তবে এবছর সবথেকে বেশি প্রতিমা বিক্রি হয়েছে। বিহারের সঙ্গে ট্রেনে যোগাযোগ বাড়ায় প্রতিমা বিক্রিও বেড়েছে। রায়গঞ্জের প্রতিমা বিহারে যাওয়ায় খুশি স্থানীয় শিল্পীরাও। রায়গঞ্জ থেকে বিহারের দূরত্ব প্রায় ৪০ কিমি। রেলপথে কাটিহার বা বারসই হয়ে রায়গঞ্জের বাজারে আসেন বিহারের মানুষ। তাঁরা সরস্বতী পুজোর জন্য প্রতিমা রায়গঞ্জ থেকেই নিয়ে যান। বিহারের মানুষ প্রতিমা কিনতে এরাজ্যে আসেন কেন? পূর্ণিয়ার বাসিন্দা সন্দীপ কুমার বলেন, রায়গঞ্জে তৈরি প্রতিমার চাকচিক্য দারুণ। 
প্রতিমা দেখতেও সুন্দর। দামও বিহারের থেকে অর্ধেক। তাই বিহারের বিভিন্ন জেলা থেকে মানুষ প্রতিমা কিনতে রায়গঞ্জে আসেন।  বিহারে সরস্বতী পুজো ধুমধাম করে আয়োজন হয় বলে সেখানকার মানুষরা জানিয়েছেন। বিহারের বাসিন্দার বিমল মণ্ডল জানান, কাটিহার জেলাতে ছোটবড় মিলিয়ে ৩০ হাজার পুজো হয়। বিহারে কোচিং সেন্টার থেকে ক্লাব- সব জায়গাতেই প্রতিবছর সরস্বতী পুজো হয়। এবার বেশি প্রতিমা বিহারে যাওয়ায় খুশি রায়গঞ্জের মৃৎশিল্পীরা। স্থানীয় বাজারেও ভালোই প্রতিমা বিক্রি হচ্ছে।
( বিহারে নিয়ে যাওয়ার জন্য রায়গঞ্জ স্টেশনে আনা হচ্ছে প্রতিমা।-নিজস্ব চিত্র )
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

প্রায় সম্পূর্ণ কাজে শেষ মুহূর্তে বাধা পড়ায় বিচলিত হয়ে পড়তে পারেন। সন্তানের বিদ্যা শিক্ষার বিষয়ে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা ৮৭.৫২ টাকা
পাউন্ড১০৫.৭৯ টাকা১০৯.৫২ টাকা
ইউরো৮৮.৩৫ টাকা৯১.৭২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা