বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

পাচার ঠেকাতে কাঁটাতারের বেড়ায় কাচের বোতল ঝোলাচ্ছে বিএসএফ

সংবাদদাতা, মেখলিগঞ্জ: সীমান্তের কাঁটাতারের বেড়ার গায়ে এবার ঝুলিয়ে দেওয়া হল কাচের খালি বোতল। পাচারকারীদের দৌরাত্ম্য ঠেকাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এই অভিনব পন্থা অবলম্বন করেছে। কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের বাগডোগরা-ফুলকাডাবরি গ্রাম পঞ্চায়েতের ১২৩ নম্বর অন্দরান খরখরিয়ায় ১০ জানুয়ারি কাঁটাতারের বেড়া লাগানো হয়। সীমান্তের জিরো পয়েন্টের কাছে দেড় কিমিজুড়ে গ্রামবাসীরা নিজেদের ফসল রক্ষার্থে প্রায় চারফুট উঁচু ওই সিঙ্গল ফেন্সিং তৈরি করেন। সীমান্তের ওই কাঁটাতারের বেড়ার গায়ে জিআই তার দিয়ে বেঁধে বিএসএফের তরফে এবার ঝুলিয়ে দেওয়া হচ্ছে খালি বোতল। 
এদিকে, এ ঘটনায় আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগ তুলেছে বাংলাদেশ। সেজন্য দহগ্রাম-আঙ্গারপোঁতা ক্যাম্পে বিজিবি’র কর্মীরা এসে বোতল ঝোলাতে নিষেধ করেন বিএসএফ জওয়ানদের। কিন্তু আপত্তি অগ্রাহ্য করে বোতল ঝোলাচ্ছে বিএসএফ। নির্দিষ্ট ব্যবধানে বোতল ঝোলনো হচ্ছে। 
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, মাঝেমধ্যেই সীমান্তে কাঁটাতারের বেড়া কেটে পাচারের চেষ্টা করছে দুষ্কৃতীরা। এই বেড়া কাটা রুখতে বিএসএফ সর্বদা সতর্ক রয়েছে। তবে মেখলিগঞ্জে এমন কিছু জায়গা আছে, যেখানে স্থায়ীভাবে এখনও কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব হয়নি। সেইসব জায়গায় সিঙ্গল ফেন্সিং দেওয়া হয়েছে। এবার কাঁটাতারের বেড়া কাটা বন্ধ করতে বেড়ার তারে কাচের বোতল ঝুলিয়ে দেওয়া শুরু করেছে বিএসএফ। বুধবার থেকে বোতল ঝোলানো হচ্ছে। 
বিএসএফ জানিয়েছে, বেশিরভাগ সময়েই দুষ্কৃতীরা রাতে বেড়া কাটার চেষ্টা করে। বেড়া কেউ জোরে টানার চেষ্টা করলে ঝুলে থাকা বোতল বেড়ার তারে স্পর্শ হলে ঝনঝন শব্দ হবে। এতে প্রহরারত জওয়ানরা বিষয়টি সহজে টের পেয়ে যাবেন। ফলে পাচারকারীদের বেড়া কাটার চেষ্টা ব্যর্থ হবে। 
বেড়া নির্মাণের কাজে বর্ডার গার্ড বাংলাদেশের বাধার পর এবার এই বোতল ঝোলানো নিয়েও বাংলাদেশের তরফে আপত্তি তোলা হয়। যদিও সীমান্তের ভারতীয় বাসিন্দাদের বক্তব্য, নিরাপত্তার জন্য কোনও কাজ করতে গেলেই বাংলাদেশের তরফে আপত্তি তোলার চেষ্টা করা হয়। কিন্তু তাতে দমে না গিয়ে বিএসএফ দেশের স্বার্থে কাজ করে চলেছে। 
বিএসএফের স্থানীয় কর্তারা এ ব্যাপারে কিছু বলতে চাননি। তবে মেখলিগঞ্জ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নিয়তি সরকার বলেন, বাংলাদেশিরা কাঁটাতারের বেড়া তুলে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছে বলে শুনেছি। তারই ফলশ্রুতিতে বেড়ার গায়ে কাচের বোতল ঝুলিয়েছে বিএসএফ। - নিজস্ব চিত্র।
15d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

প্রায় সম্পূর্ণ কাজে শেষ মুহূর্তে বাধা পড়ায় বিচলিত হয়ে পড়তে পারেন। সন্তানের বিদ্যা শিক্ষার বিষয়ে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা ৮৭.৫২ টাকা
পাউন্ড১০৫.৭৯ টাকা১০৯.৫২ টাকা
ইউরো৮৮.৩৫ টাকা৯১.৭২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা