বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

পাঞ্জিপাড়ায় সার্ভিস রোড খালি করতে দু’দিনের সময়সীমা
 

সংবাদদাতা, ইসলামপুর: পাঞ্জিপাড়ায় সার্ভিস রোড খালি করতে ব্যবসায়ীদের দু’দিনের সময়সীমা বেঁধে দিল প্রশাসন। এবিষয়ে সোমবার এলাকায় মাইকিং করা হয়। এনিয়ে সার্ভিস রোড দখলকারীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। 
ব্যবসায়ী ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ব্লকের পাঞ্জিাপাড়া বাজার ৩১নং জাতীয় সড়ক ঘেঁষা। সেখানে সড়কের দু’ধারের সার্ভিস রোড দখল করে গজিয়ে উঠেছে বহু অস্থায়ী দোকানপাট। এর ফলে যানবাহন চলাচল তো দূরের কথা, ব্যস্ত সময়ে ওই রাস্তা দিয়ে বাইক নিয়ে চলাচল করাও মুশকিল হয়ে পড়ে। সার্ভিস রোড খালি না থাকায় জাতীয় সড়কের উপর টোটো সহ বিভিন্ন ছোট গাড়ি পার্কিং হয়ে থাকে। এতে যে কোনও মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে।
গোয়ালপোখরের বিডিও কৌশিক মল্লিক বলেন, পঞ্চায়েত কর্তৃপক্ষের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। সার্ভিস রোড দখলমুক্ত করতে এদিন মাইকিং করা হয়েছে। দোকানদারদের দু’দিনের মধ্যে জায়গা খালি করতে বলা হয়েছে। জায়গা খালি না করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পঞ্চায়েত প্রধান ওবেদুল্লা সামস (মুন্না) বলেন, এর আগেও অভিযান হয়েছে। তুলে দেওয়ার কিছুদিন পরেই অবস্থা আগের মতো হয়ে যায়। এবার বিষয়টি নজরে রাখা হবে। স্থানীয় ব্যবসায়ী সমিতির অন্যতম সদস্য অনুপ চৌধুরী বলেন, সার্ভিস রোড থেকে দোকানদারদের তুলে দেওয়ার পর প্রশাসন নজরদারি চালায় না। তাই কিছুদিন পরে ফের দোকানপাট গজিয়ে ওঠে। প্রশাসনকে শুধু অভিযানই নয়, নিয়মিত নজরদারিও চালাতে হবে।
18d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

প্রায় সম্পূর্ণ কাজে শেষ মুহূর্তে বাধা পড়ায় বিচলিত হয়ে পড়তে পারেন। সন্তানের বিদ্যা শিক্ষার বিষয়ে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা ৮৭.৫২ টাকা
পাউন্ড১০৫.৭৯ টাকা১০৯.৫২ টাকা
ইউরো৮৮.৩৫ টাকা৯১.৭২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা