উত্তরবঙ্গ

ধানের ক্ষতিপূরণে ক্রপ কাটিংয়ে জোর মন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: প্রতি পঞ্চায়েত এলাকায় ২০টি জমির ধান কেটেই যাচাই করা হবে ক্ষয়ক্ষতির পরিমাণ। কৃষিদপ্তরই ধান কাটার ব্যবস্থা করবে। তারপর ফলনের পরিমাণ বিগত তিন বছরের সঙ্গে মিলিয়ে দেখা হবে। কোনও ক্ষতি হয়ে থাকলে সংশ্লিষ্ট পঞ্চায়েত এলাকার চাষিদের সেইমতো ক্ষতিপূরণ দেওয়া হয়। এই পদ্ধতিকে বলা হচ্ছে ‘ক্রপ কাটিং’ এক্সপেরিমেন্ট। বর্তমানে রাজ্যে মূলত স্যাটেলাইট পদ্ধতির উপর নির্ভর করে চাষিদের ক্ষতিপূরণ দেওয়া হয়। তবে এতে চষিরা অনেক ক্ষেত্রে সন্তুষ্ট হতে পারেন না। তাই তাঁদের সংশয় দূর করতে পুরনো ক্রপ কাটিং পদ্ধতিতে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে জোর দিলন মন্ত্রী প্রদীপ মজুমদার। বন্যা ও ‘ডানা’র প্রভাবে ক্ষতিগ্রস্ত আরামবাগের কৃষি জমি এলাকা মঙ্গলবার পরিদর্শন করে রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় দপ্তরের মন্ত্রী প্রদীপবাবু। তিনি পরিদর্শন শেষে ক্রপ কাটিংয়ের মাধ্যমে ক্ষতিপূরণের বিষয়ে জোর দেন। এমনকী ধান কাটার সময় সেখানে যাতে চাষিদের রাখা হয়, সেই বিষয়টিও নিশ্চিত করতে বলেন।
মন্ত্রী বলেন, হুগলিতে বন্যা ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পঞ্চায়েত এলাকায় অন্তত ২০টি জমিতে ধান কাটার ব্যবস্থা করতে কৃষিদপ্তরকে বলেছি। সেখানে চাষিদের উপস্থিতির বিষয়েও জোর দেওয়া হবে। বিগত বছরের উৎপাদনের সঙ্গে এবারের ফলনের হিসেব করে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা হবে। এছাড়া স্যাটেলাইট চিত্রের মাধ্যমেও ক্ষতির পরিমাণ নির্ধারিত হবে। আরামবাগ মহকুমা সহ হুগলি জেলায় যাতে দ্রুত এই কাজ করা হয় বৈঠকে তার নির্দেশ দিয়েছি। এই এলাকায় আলু চাষ শুরু হবে। তাই ক্রপ কাটিংয়ের ব্যবস্থা করতে হবে। তারসঙ্গে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বাংলা শস্য বিমায় চাষিদের ফর্ম পূরণেও জোর দিতে বলেছি। কোনও চাষি যাতে বাদ না থাকেন, তা নিশ্চিত করতে বলা হয়েছে। 
উল্লেখ্য, বন্যা ও ‘ডানা’-য় ক্ষতিগ্রস্ত এলাকা দেখতে মঙ্গলবার আরামবাগে আসেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার। এদিন দুপুরে তিনি আরামবাগের হরিণখোলা ও মলয়পুরের ফতেপুর এলাকায় ঘোরেন। মন্ত্রীর সঙ্গে ছিলেন হুগলির জেলাশাসক মুক্তা আর্য, জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা সহ অনেকেই। 
হুগলি জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মদনমোহন কোলে বলেন, ক্ষতিগ্রস্ত এলাকায় ২০টি জমিতে শস্য কাটার ব্যবস্থা করা হবে। যাতে সংশ্লিষ্ট এলাকার চাষিরা সঙ্গে থাকেন সেই ব্যাপারে প্রচার করা হবে। প্রকৃত ক্ষতিগ্রস্তরাই ক্ষতিপূরণ পাবেন। 
জানা গিয়েছে, এদিন ক্ষতিগ্রস্ত হরিণখোলা, মলয়পুর প্রভৃতি এলাকায় মন্ত্রী মাঠে নেমে ধানের প্রকৃতি দেখেন। তারসঙ্গে আবাস যোজনায় প্রাপকের বাড়িতেও যান। উপভোক্তাদের সঙ্গে কথা বলেন। হরিণখোলা পঞ্চায়েত অফিসে একটি বৈঠকও করেন। সন্ধ্যায় আরামবাগের মহকুমা শাসকের কার্যালয়েও মন্ত্রী বৈঠক করেছেন। আরামবাগে বন্যা পরিস্থিতি নিয়ে মন্ত্রী ডিভিসির জল ছাড়া নিয়েও তোপ দাগেন। 
তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিকভাবে রাজ্যের ক্ষতিগ্রস্ত চাষি ও আবাস প্রাপকদের পাশে রয়েছেন। যোগ্যরা যাতে বাড়ির বরাদ্দ পান সেইজন্যই এখন খুঁটিয়ে সমীক্ষা করা হচ্ছে। আবাস নিয়ে বিভিন্ন দিকে ক্ষোভ বিক্ষোভ প্রসঙ্গে মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, বিক্ষোভ করানো হচ্ছে। ২০২২ সালের সমীক্ষার সময় এমন রব দেখা যায়নি। এখন উপ নির্বাচনের সঙ্গে এই রব মনে হয় যুক্ত আছে। এদিনই আরামবাগে এসডিও অফিসে মন্ত্রীর সঙ্গে দেখা করে আবাসের দাবি জানাতে এসেছিলেন পিরিজপুরের এক বৃদ্ধা ঝর্ণা বেরা। তিনি আরামবাগের এসডিও-র সঙ্গে দেখা করে আবাসের দাবি জানান। প্রশাসন খতিয়ে দেখার আশ্বাস দেয়। ঝর্ণাদেবী বলেন, আমরা খুবই কষ্ট করে রয়েছি। অনেকবার বাড়ির জন্য আবেদন করেছি। কিন্তু, পাইনি। তাই এদিন মন্ত্রীর সঙ্গে দেখা করে তা বলতে এসেছিলাম।
আরামবাগে কৃষিজমি পরিদর্শনে মন্ত্রী প্রদীপ মজুমদার। নিজস্ব চিত্র
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিজ্ঞান গবেষণা ও ব্যবসায় আজকের দিনটি শুভ। বেকাররা চাকরি প্রাপ্তির সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.৮০ টাকা১০৯.৫৪ টাকা
ইউরো৮৮.০৩ টাকা৯১.৪০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা