উত্তরবঙ্গ

সংস্কারের অভাবে আরও বিপজ্জনক বাম আমলের সাতমুখা সেতু, ক্ষোভ

সংবাদদাতা, হলদিবাড়ি: বাম আমলে নির্মিত সাতমুখা সেতু এখন বেহাল। এটি লোহার খাঁচার ওপর তৈরি। কিন্তু, সেই লোহার খাচায় মরচে পড়ে একাংশ ক্ষয়ে গিয়েছে। প্রশাসনের নজরদারির অভাবে গিরিয়া নদীর ওপর নির্মিত সেতুর এই দশায় ক্ষুব্ধ হলদিবাড়ির দেওয়ানগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা।
দেওয়ানগঞ্জ থেকে লীলাহাটি যাওয়ার রাস্তার মাঝে মধ্য হুদুমডাঙা সাতমুখা এলাকার একমাত্র সেতুর রেলিংও ভেঙেছে। যেকোনও দিন সেতু ভাঙতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। এই ব্যাপারে স্থানীয় বাসিন্দা কাঞ্চন রায় বলেন, প্রশাসনের নজরদারির অভাবে ভেঙেছে সেতুর রেলিং। প্রতিটি লোহার খুঁটিতে মরচে ধরেছে। সেতুর ওপরের অংশেও বিভিন্ন স্থানে গর্ত তৈরি হয়েছে। যেকোনও মুহূর্তে ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে বলে আশঙ্কা। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন বিপজ্জনক সেতু দিয়ে চলাচল করতে হচ্ছে। অসংখ্য ছোট যানবাহন চলাচল করে। বিষয়টি নিয়ে স্থানীয়রা একাধিকবার প্রশাসনকে জানিয়েছেন। কিন্তু প্রশাসন সেতু সংস্কার করেনি। 
এবিষয়ে এলাকার আরএক বাসিন্দা গৌতম অধিকারী বলেন, এলাকার কৃষকরা উৎপাদিত কৃষিপণ্য গাড়ি করে এই সেতু দিয়েই হলদিবাড়ি শহরের পাইকারি বাজারে নিয়ে যান। সময় ও পরিবহণ খরচ বাঁচাতেই ঘুরপথে না গিয়ে ঝুঁকি নিয়ে এই সেতু দিয়ে তাঁরা চলাচল করেন। তাই বড়সড় দুর্ঘটনা এড়ানোর জন্য দ্রুত এই সাতমুখা সেতুটি সংস্কার জরুরি। এবিষয়ে দেওয়ানগঞ্জ গ্ৰাম পঞ্চায়েতের প্রধান পম্পা রায় বলেন, সেতুটির সংস্কার নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। কোচবিহার জেলা পরিষদের সদস্য আলপনা রায় বলেন, বিষয়টি জেলা পরিষদের পূর্তদপ্তরের নজরে আনা হয়েছে। দ্রুত সেতুটি সংস্কারের ব্যবস্থা করা হবে।
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিজ্ঞান গবেষণা ও ব্যবসায় আজকের দিনটি শুভ। বেকাররা চাকরি প্রাপ্তির সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.৮০ টাকা১০৯.৫৪ টাকা
ইউরো৮৮.০৩ টাকা৯১.৪০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা