উত্তরবঙ্গ

শহরের রাস্তায় আবর্জনা ফেললে দিতে হবে মোটা অঙ্কের জরিমানা

সংবাদদাতা, দেওয়ানহাট: রাজার শহর কোচবিহার উত্তরের হেরিটেজ শহর। গর্বের শহর। যা সাজিয়ে তোলার কাজ শুরু করেছে পুরসভা। সেই সঙ্গে হেরিটেজ নিদর্শনগুলি সহ রাস্তা, নিকাশি নালা সংস্কারের কাজ শুরু হয়েছে। শহরের প্রবেশ পথে ‘ওয়েলকাম গেট’ নির্মাণ হয়েছে। তবে এতকিছুর মধ্যে বড্ড বেমানান জঞ্জালের স্তূপ। রাস্তার যত্রতত্র পড়ে থাকছে আবর্জনা। পুরসভা কাজ করছে। সাফাই কর্মীরা শহরকে পরিষ্কার রাখার চেষ্টা করলেও তা বিফলে যাচ্ছে কিছু অসচেতন নাগরিকের জন্য। তাই কড়া পদক্ষেপ নিতে চলেছে পুরসভা।
এবার থেকে রাস্তা, নালা সহ যেখানে সেখানে আবর্জনা ফেললে দিতে হবে মোটা জরিমানা। তবে তা একশ বা দুইশো টাকা নয়, শহর দূষিত করলে গুনতে হবে এক হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্তও। এমনকি অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করতে পারে। এমনই কড়া সিধান্ত নিয়েছে কোচবিহার পুরসভা। ময়লা ফেলার নির্দিষ্ট ভ্যাট ছাড়া রাস্তার যেখানে-সেখানে বা জলাশয়ে আবর্জনা ফেলা হলে জরিমানা দিতে হবে নাগরিকদের। 
সেজন্য শহরের নাগরিক থেকে ব্যবসায়ীদের সচেতন করতে মাইকে প্রচার চলছে। বিলি হচ্ছে লিফলেটও। এই সিদ্ধান্তে পরিবেশপ্রেমীরা খুশি। নাগরিকদের অনেকেই মনে করছেন, এমন সিদ্ধান্ত আরও আগে নেওয়া উচিত ছিল। পুরকর্তারা মনে করছেন, শহরবাসীর একাংশের দীর্ঘদিনের বদভ্যাস ছাড়াতে কড়া দাওয়াই প্রয়োজন। পুরসভার নির্দিষ্ট করে দেওয়া জায়গা বা ভ্যাটে ময়লা ফেলা হলে তা পুরকর্মীরা সহজে সংগ্রহ করে ভাগাড়ে নিয়ে যেতে পারেন। কিন্তু তা হয় না। এর আগে পুরসভার পক্ষ থেকে প্রচার করেও বিশেষ লাভ হয়নি। শহরবাসীর একাংশের সচেতনতা বাড়েনি। ফলে, জরিমানার মতো কড়া পদক্ষেপ করা না-হলে দূষণ রোধ করা যাবে না।
কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, রাজার শহরের ঐতিহ্য রয়েছে। ইতিমধ্যেই শহরকে হেরিটেজ ঘোষণা করা হয়েছে। আমরা শহরকে সুন্দর ও  দূষণমুক্ত করে তোলার জন্য নানা সচেতনতামূলক পদক্ষেপ নিচ্ছি। কিন্তু শহরের একাংশ মানুষ কোনওভাবেই সচেতন হচ্ছে না। সেজন্যই এমন কড়া সিধান্ত নেওয়া হয়েছে। নির্দিষ্ট জায়গা ছাড়া রাস্তার যেখানে-সেখানে আবর্জনা ফেললে ১ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। সেজন্য শহরবাসীকে সচেতন করতে আমরা মাইকে প্রচার করছি। লিফলেট বিলি করছি।
22d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সব কাজকর্মেই কমবেশি বাধা থাকবে। ব্যয়ের চাপ একটু বাড়তে পারে। শরীর-স্বাস্থ্যের খেয়াল রাখুন। সন্তানের সৌভাগ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
15th     November,   2024
দিন পঞ্জিকা