উত্তরবঙ্গ

তপনের পাহাড়পুরে ফসল নষ্ট করছে নীলগাই, বনদপ্তরের বিরুদ্ধে ক্ষোভ

সংবাদদাতা, তপন: তপনের পাহাড়পুর ফরেস্ট সংলগ্ন এলাকায় রাতের বেলা চাষিদের ফসল নষ্ট করছে নীলগাই। বনদপ্তরে কয়েকবার জানালেও পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করছেন চাষিরা।
অনেক খরচ করে তারকাঁটার বেড়া দিয়েও চাষিরা নীলগাইয়ের হামলা থেকে ফসল রক্ষা করতে পারছেন না।  তপন ব্লক প্রধানত খরা প্রবণ। বর্ষার মরশুম ছাড়া বছরের অন্য সময় জলসেচের মাধ্যমে চাষ করে থাকেন চাষিরা। ফসল নষ্ট হওয়ায় এখন তাঁদের কপালে চিন্তার ভাঁজ। তপনের মালঞ্চা গ্রাম পঞ্চায়েতের পাহাড়পুর ফরেস্ট সংলগ্ন সীমান্তবর্তী এলাকায় প্রচুর মানুষ বিভিন্ন শাকসব্জি চাষ করেছেন। চাষিদের অভিযোগ, রাতের অন্ধকারে হরিণের মতো দেখতে একটি বন্যপ্রাণী এসে ফসল খেয়ে যাচ্ছে। নষ্ট করে দিচ্ছে বিঘার পর বিঘার ফসল। তাঁরা পরে জানতে পারেন প্রাণীটি নীলগাই। পাহাড়পুর ফরেস্টে আশ্রয় নিয়েছে ওই বন্যপ্রাণীটি। বিষয়টি মৌখিকভাবে বনদপ্তরের কর্মীদের কয়েকবার জানিয়েছেন চাষিরা। কোনও পদক্ষেপ না নেওয়ায় অনেক টাকা খরচ করে জমির চারধারে কাঁটাতারের বেড়া দিতে বাধ্য হয়েছেন চাষিরা। তাতেও ফসল রক্ষা করা যাচ্ছে না বলে দাবি চাষিদের। বনদপ্তরের নিষ্ক্রিয়তা নিয়ে তাঁদের ক্ষোভ বাড়ছে।
বন্যপ্রাণীটি ধরে বনদপ্তর যাতে চাষিদের সমস্যার সমাধান করে, সেই দাবি জোরাল হয়েছে। পাহাড়পুর ফরেস্ট সংলগ্ন ভাড়িলার চাষি তপন বর্মন বলেন, সীমান্তবর্তী এলাকা হওয়ায় রাতে ফসল দেখতে যাওয়া সম্ভব হয় না। বিএসএফ জওয়ানদের নানা প্রশ্নের মুখে পড়তে হয়। বনদপ্তরে কয়েকবার বললেও ব্যবস্থা নেয়নি। এপ্রসঙ্গে বালুরঘাটের রেঞ্জার তাপস কুণ্ডু বলেন, ক্ষতিগ্রস্ত চাষিরা ক্ষতির পরিমাণ উল্লেখ করে লিখিত আবেদন করলে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হবে। তবে কেউ যেন বন্যপ্রাণীটির ক্ষতি না করেন। বিভিন্ন জায়গায় ছুটে বেড়ানোর কারণে সেটিকে ধরা সম্ভব হচ্ছে না।  জমির চারধারে কাঁটাতারের বেড়া দিয়েছেন চাষিরা।-নিজস্ব চিত্র
15h 15m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সব কাজকর্মেই কমবেশি বাধা থাকবে। ব্যয়ের চাপ একটু বাড়তে পারে। শরীর-স্বাস্থ্যের খেয়াল রাখুন। সন্তানের সৌভাগ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
15th     November,   2024
দিন পঞ্জিকা