উত্তরবঙ্গ

মাছ ছাড়তে এসে করলার দূষণ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন ডিএফও

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: মাছ ছাড়তে এসে করলা নদীর দূষণ নিয়ে উষ্মা প্রকাশ করলেন জলপাইগুড়ির ডিএফও (টেরিটোরিয়াল) বিকাশ ভি। রবিবার শহরের একটি প্রকৃতিপ্রেমী সংস্থার পক্ষ থেকে করলা নদীতে দেশি মাছ ছাড়ার কর্মসূচি নেওয়া হয়। তাতেই যোগ দিতে এসে জলপাইগুড়ি শহরের উপর দিয়ে বয়ে যাওয়া এই নদীর হাল দেখে রীতিমতো আক্ষেপ প্রকাশ করেন ডিএফও। তিনি বলেন, নদীতে থার্মোকলের বাক্স, পলিথিন ক্যারিব্যাগ ভাসছে। বিভিন্ন জায়গায় বর্জ্যের স্তূপ হয়ে রয়েছে। এই পরিবেশে নদীতে মাছ বাঁচবে কী করে। নদীর হাল ফেরাতে পুরসভাকে এগিয়ে আসা উচিত। পাশাপাশি বিভিন্ন সংগঠনকেও এগিয়ে আসতে হবে। কলেজ, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদেরও এক্ষেত্রে বড় ভূমিকা রয়েছে। নদীতে দূষণ বন্ধ না করা গেলে পরিবেশের মারাত্মক ক্ষতি হবে।
এনিয়ে জলপাইগুড়ি পুরসভার চেয়ারপার্সন পাপিয়া পাল বলেন, পুরসভা সামর্থ্য অনুযায়ী সারা বছরই করলা নদী পরিষ্কার রাখার চেষ্টা করে। বর্ষার আগেই আমরা কচুরিপানা সাফাই করেছি। পুজোর বিসর্জনের পরও নদী থেকে পুজোর উপাচার থেকে প্রতিমার কাঠামো তোলা হয়েছে। সেচদপ্তরকেও এগিয়ে আসতে হবে। সেচদপ্তরের তরফে জানানো হয়েছে, করলা সংস্কারের জন্য রাজ্য সরকারের কাছে প্রকল্প জমা দেওয়া হয়েছে। অর্থ বরাদ্দ হলেই কাজ হবে।  করলা নদীতে মাছ ছাড়া হচ্ছে।-নিজস্ব চিত্র
15h 15m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সব কাজকর্মেই কমবেশি বাধা থাকবে। ব্যয়ের চাপ একটু বাড়তে পারে। শরীর-স্বাস্থ্যের খেয়াল রাখুন। সন্তানের সৌভাগ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
15th     November,   2024
দিন পঞ্জিকা