উত্তরবঙ্গ

ত্রিদেবের বাজারে জোড়া রাসচক্র, শুরু হল মেলা

রাজীব বর্মন, দেওয়ানহাট: জোড়া রাসচক্র সহযোগে মাতালহাটের ত্রিদেবের বাজারে শুরু হল রাসমেলা। দিনহাটা-১ ব্লকের প্রত্যন্ত গ্রাম ত্রিদেবের বাজারের এই রাসের মেলায় ২৭ ফুট উচ্চতার জোড়া রাসচক্র তৈরি করা হয়েছে। উদ্যোক্তাদের দাবি, এবারের এই রাসমেলার বিশেষ আকর্ষণ ‘বিশ্বে এই সর্বপ্রথম ২৭ ফুট উচ্চতার জোড়া রাসচক্র’, যা এরআগে কোথাও হয়নি। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এই মেলা চলবে। 
রাসমেলাকে কেন্দ্র করে তিনদিন ধরে চলছে মহা নামযজ্ঞও। মেলাকে ঘিরে চন্দননগরের আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে এলাকা। মেলায় ঢোকার রাস্তা সহ মেলার চারপাশ সন্ধ্যার পর রঙিন আলোয় ভরে উঠছে। ইতিমধ্যেই কোচবিহার জেলা ও জেলার বাইরে থেকে অনেক ব্যবসায়ী পসরা নিয়ে হাজির হয়েছেন ত্রিদেবের বাজারের রাসমেলায়। মেলার পাশাপাশি সুরেন্দ্রনাথ আদর্শ বিদ্যাপীঠের মাঠে সাংস্কৃতিক মঞ্চে আগামী ক’দিন মুম্বই, অসম, কলকাতার শিল্পীদের নিয়ে অনুষ্ঠান মঞ্চস্থ হবে। 
এ বছর মেলার দশম বর্ষ। জেলা পরিষদের প্রাক্তন সদস্য কৃষ্ণকান্ত বর্মনের পৃষ্ঠপোষকতায় ন’বছর আগে এই রাসমেলা শুরু হয়েছিল। বড়ভিটা ত্রিদেবের বাজারের রাসমেলাকে কেন্দ্র আশপাশের গ্রাম থেকে হাজার হাজার মানুষ আসে। মেলায় রকমারি খাবারের দোকানের পাশাপাশি বিনোদনের জন্য নাগরদোলা, ব্রেকড্যান্স, সমাজ সচেতনতার বিভিন্ন মডেল প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। 
মেলার উদ্যোক্তরা জানিয়েছেন, এ বছর মেলার সাংস্কৃতিক মঞ্চে মুম্বইয়ের সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল, অভিনেত্রী কোয়েল মল্লিককে নিয়ে আসার কথা থাকলেও শেষ মুহূর্তে শিল্পীরা অন্য কাজে ব্যস্ত থাকায় তা বাতিল করা হয়েছে। তবে সাংস্কৃতিক মঞ্চের অনুষ্ঠানে আসছেন বাংলা সিরিয়ালে অতিপরিচিত মুখ অভিনেত্রী স্বস্তিকা ঘোষ, তিয়াসা রায়, মুম্বইয়ের সঙ্গীতশিল্পী সৌমেন চৌধুরী এবং মিস অনামিকা, শিল্পী সুপ্রিয় ভৌমিক, জনপ্রিয় ইউটিউবার নোংরা সুশান্ত ও শ্রেয়া অধিকারী, প্রীতম, হাসির ট্যাবলেট ও তার টিম। এছাড়াও থাকছে কলকাতার সুর সঙ্গম অর্কেস্ট্রা। 
রাসমেলার প্রধান উদ্যোক্তা কৃষ্ণকান্ত বর্মন বলেন, এ বছর আমাদের রাসমেলায় ২৭ ফুট উচ্চতার জোড়া রাসচক্র থাকছে। যা বিশ্বে এর আগে কোথাও হয়নি। মেলার সাংস্কৃতিক মঞ্চে শ্রেয়া ঘোষাল ও অভিনেত্রী কোয়েল মল্লিককে নিয়ে আসার কথা ছিল। কিন্তু তাঁরা অন্য অনুষ্ঠানে ব্যস্ত থাকায় আসতে পারছেন না। আগামী বছর আগে থেকেই তাঁদের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত করে নিয়ে আসার ব্যবস্থা করা হবে। তবে বাংলা সিরিয়ালের একাধিক অভিনেত্রী, মুম্বইয়ের শিল্পীরা সহ জনপ্রিয় কয়েকজন ইউটিউবার আসবেন। নিজস্ব চিত্র।
13h 13m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সব কাজকর্মেই কমবেশি বাধা থাকবে। ব্যয়ের চাপ একটু বাড়তে পারে। শরীর-স্বাস্থ্যের খেয়াল রাখুন। সন্তানের সৌভাগ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
15th     November,   2024
দিন পঞ্জিকা