উত্তরবঙ্গ

২০টি অ্যাকাউন্ট! ট্যাবকাণ্ডে ধৃত দিনহাটার প্রাথমিক শিক্ষক

সন্দীপন দত্ত, মালদহ ও মনসুর হাবিবুল্লাহ, দিনহাটা: ট্যাবকাণ্ডে প্রতারণার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। ট্যাব অনিয়মে এই প্রথম পুলিসের জালে পড়লেন কোনও শিক্ষক। তাঁর জালিয়াতির বহর দেখে চক্ষু চড়কগাছ গোয়েন্দাদের। বিভিন্ন ব্যাঙ্কে ওই শিক্ষকের নামে অন্তত ২০টি অ্যাকাউন্ট রয়েছে বলে অভিযোগ। তদন্তকারীদের সূত্রে দাবি, সরাসরি বাংলার শিক্ষা পোর্টাল হ্যাক করে নিজের আটটি অ্যাকাউন্টে ট্যাবের টাকা সরিয়েছেন কোচবিহারের দিনহাটার মদনমোহন পাড়ার প্রাথমিক শিক্ষক ধৃত মনোজিৎ বর্মন। শনিবার তাঁকে মালদহ জেলা পুলিস ট্যাবকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁকে বাড়ি থেকে গ্রেপ্তার করে। ট্যাব জালিয়াতি কাণ্ডে মালদহ জেলায় দায়ের হওয়া মামলায় এটাই প্রথম গ্রেপ্তারি। পুলিস সূত্রে জানা গিয়েছে,কোচবিহারের সিতাই সিংমারি স্টেট প্ল্যান্ট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মনোজিৎ। গত আট বছর তিনি শিক্ষকতা করছেন। জানা গিয়েছে, মালদহের হবিবপুর ব্লকের কেন্দপুকুর হাইস্কুলের ৯১ জন ছাত্রছাত্রীর ট্যাব কেনার টাকা অন্য অ্যাকাউন্টে চলে যায়। যা নিয়ে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হবিবপুর থানায় একটি এফআইআর করেন। সেই অভিযোগের তদন্ত করতে গিয়েই মনোজিতের হদিশ পান তদন্তকারীরা। পুলিস সূত্রে জানা গিয়েছে, কেন্দপুকুর হাইস্কুলের কয়েকজন পড়ুয়ার টাকা জমা হয়েছে ধৃত এই শিক্ষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এক্ষেত্রেও জমা হওয়া ট্যাবের টাকা তুলে নেওয়া হয়েছে বলে পুলিস সূত্রে খবর। শুধু তাই নয়, অভিযোগ, ধৃত প্রাথমিক শিক্ষকের আইপি অ্যাড্রেস থেকে বাংলার শিক্ষা পোর্টালে লগ ইনও করা হয়েছিল। শনিবারই ধৃত শিক্ষককে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় হবিবপুর থানায়। সেখানে পুলিস তাঁকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে। রবিবার আদালতে নিয়ে যাওয়ার সময় মনোজিত্ বলেন, আর্থিক লেনদেনের জন্য আমাকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার তাঁকে মালদহ সিজেএম আদালতে পেশ করে ১০ দিনের হেফাজতে নেওয়ার আবেদন করে পুলিস। বিচারক সেই আর্জি মঞ্জুর করেছেন। পুলিস সূত্রে আরও জানা গিয়েছে,মনোজিৎ একটা সময় নিজের স্কুলে টিচার ইনচার্জের দায়িত্বে ছিলেন। পদে থাকাকালীন তাঁর বিরুদ্ধে মিড ডে মিল সংক্রান্ত একাধিক অভিযোগ ও হিসেবে গরমিল করার অভিযোগ ওঠে। বিষয়টি তদন্ত করে দেখে কড়া ব্যবস্থা নেয় শিক্ষা দপ্তর। সরিয়ে দেওয়া হয় পদ থেকে। পরবর্তীতে সহকারী শিক্ষক হিসেবেই কর্মরত ছিলেন তিনি। স্থানীয় সূত্রে খবর, সম্প্রতি খুব একটা স্কুলে আসতেন না মনোজিত্। বিষয়টি কোচবিহারের বিদ্যালয় পরিদর্শকের (প্রাথমিক) নজরেও আসে। গত এক মাস স্কুলে না আসায় মনোজিতকে ডেকে পাঠানো হলেও তিনি ডিআই অফিসে দেখা করতে যাননি। সিতাই সার্কেলের বিদ্যালয়ের পরিদর্শক পলাশ লালা বলেন, ওই শিক্ষকের গ্রেপ্তার হওয়ার বিষয়ে অফিসিয়ালি কিছু জানি না। তবে তিনি টিচার ইনচার্জ থাকাকালীন মিড ডে মিল সংক্রান্ত অভিযোগ সামনে আসে। পরে তাঁকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। মালদহের পুলিস সুপার প্রদীপকুমার যাদব জানিয়েছেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। 
15h 15m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সব কাজকর্মেই কমবেশি বাধা থাকবে। ব্যয়ের চাপ একটু বাড়তে পারে। শরীর-স্বাস্থ্যের খেয়াল রাখুন। সন্তানের সৌভাগ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
15th     November,   2024
দিন পঞ্জিকা