উত্তরবঙ্গ

নতুন মেশিনে তুলোধুনাই করতে গিয়ে মৃত যুবক, এলাকায় শোকের ছায়া

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: কষ্ট করে গ্রামে ঘুরে ঘুরে তুলোধুনাইয়ের কাজ করতেন বাবা ও ছেলে। ইচ্ছা ছিল একটি তুলোধুনাইয়ের মেশিন কেনার। দীর্ঘদিন ধরে টাকা জমিয়ে সেই মতো রবিবার তুলোধুনাইয়ের একটি মেশিন কেনেন বাবা ও ছেলে। কিন্তু, নতুন কেনা মেশিনই ডেকে আনল চরম বিপর্যয়। সোমবার সকালে মেশিনে কাজ করতে গিয়ে প্রাণ হারাল ছেলে। মৃতের নাম আজাদ মহম্মদ (২৫)। ঘটনায় কাঁঠাল মহুয়াতলা সংলগ্ন এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
জানা গিয়েছে, সোমবার সাতসকালে নতুন মেশিনে তুলোধুনাই-এর কাজ শুরু করেছিল আজাদ। কিন্তু কিছুক্ষণের মধ্যেই মেশিনে তাঁর মাথা আটকে যায় ও ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। মৃতের বাবার দাবি, এদিন প্রথমে তাঁরা দু’জনে মিলে লেপের তুলো ধুনাইয়ের কাজ শুরু করেছিলেন। হঠাৎ একটি বিকট শব্দ শুনতে পেয়ে তিনি দেখেন মেশিনের ফিতেগুলো ছিঁড়ে আজাদকে পেঁচিয়ে ধরে রেখেছে। এরপর তড়িঘড়ি পুলিসে খবর দেওয়া হয়। ক্রান্তি থানার পুলিস এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে গিয়েছে।
তবিবর রহমান নামে এক স্থানীয় ব্যক্তি জানান, আজাদ ও তাঁর বাবা শীতকালে লেপ, তোষক, বালিশ ইত্যাদি তৈরি করেন ।  তাঁদের প্রকৃত বাড়ি বিহারে। এদিন সকালে মোট ৪ জন ওই মেশিনটি দিয়ে কাজ করছিলেন। দুর্ঘটনার খবর চাউর হতেই ঘটনাস্থলে ভিড় জমে যায়। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
14h 14m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সব কাজকর্মেই কমবেশি বাধা থাকবে। ব্যয়ের চাপ একটু বাড়তে পারে। শরীর-স্বাস্থ্যের খেয়াল রাখুন। সন্তানের সৌভাগ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
15th     November,   2024
দিন পঞ্জিকা