উত্তরবঙ্গ

কেন্দ্রীয় প্রকল্পের টাকাও গায়েব প্রতারকদের

নির্মাল্য সেনগুপ্ত ও মুতাহার কামাল, রায়গঞ্জ ও চোপড়া: শিকড় অনেক গভীরে! ট্যাবকাণ্ডের তদন্তে নেমে সামনে আসছে কেন্দ্র ও রাজ্যের একাধিক প্রকল্পে আর্থিক প্রতারণার ঘটনা। এর শিকড় খুঁজতে এখন অনেক কাঠখড় পোড়াতে হচ্ছে পুলিস ও গোয়েন্দাদের।
কারণ শুধু ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পেই সীমাবদ্ধ থাকেনি অপরাধীরা। এরাজ্যের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’, কেন্দ্রের ‘পিএম কিষাণ’, ‘প্রধানমন্ত্রী মাতৃবন্দনা’ যোজনা সহ বিভিন্ন জনমুখী প্রকল্পের টাকাও চোপড়ার সাইবার জালিয়াতরা হাতিয়ে নিয়েছে বলে গোয়েন্দা সূত্রে খবর। স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগেই প্রযুক্তি নির্ভর প্রতারণায় হাতেখড়ি হয়ে গিয়েছিল চোপড়ার বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামগুলির কিছু যুবকের। আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাদের। ছলেবলে, কৌশলে পরপর নানা সরকারি প্রকল্পের টাকা হাতানোর পরিকল্পনা তারা নিখুঁতভাবে বাস্তবায়িত করেছে। এই অপরাধকে কিছু এলাকায় রীতিমতো ‘কুটিরশিল্পে’ পরিণত করেছে চক্রীরা। দুঃস্থদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নেওয়া থেকে শুরু করে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে গ্রাহকের অজান্তে নতুন নতুন অ্যাকাউন্ট খোলা,অপরাধের সূক্ষ্ম চিন্তাভাবনাকে বাস্তব রূপ দিয়েছে প্রতারকরা। এসব দেখে অবাক হচ্ছেন তদন্তকারী সাইবার বিশেষজ্ঞরাও। স্থানীয় সূত্রে খবর, সম্প্রতি চোপড়ার ৬৫ বছরের এক বৃদ্ধার অ্যাকাউন্টে  ‘প্রধানমন্ত্রী মাতৃবন্দনা’ যোজনার পাঁচ হাজার টাকা ঢুকেছে। এই প্রকল্পে কেন্দ্র গর্ভবতীদের টাকা দিয়ে থাকে। এক্ষেত্রে বৃদ্ধার অজান্তেই এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। একইভাবে চোপড়ার কিছু বাসিন্দার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ‘পিএম কিষাণ’ প্রকল্পে ভিনরাজ্যের বাসিন্দাদের টাকাও ঢুকেছে। এমনকী প্রতারকদের নজর পড়েছে ‘লক্ষ্মীর ভাণ্ডারে’ও। যে কারণে অনেক সময় অভিযোগ ওঠে আবেদন জানিয়েও টাকা পাচ্ছেন না উপভোক্তারা। তদন্তে দেখা গিয়েছে, যে উপভোক্তা আবেদন করেছিলেন, তাঁর নামে সুবিধা চালু থাকলেও ব্যাঙ্ক অ্যাকাউন্ট অন্যের। অর্থাত্ এক্ষেত্রেও প্রতারকরা তাদের জাল বিস্তার করে ফেলেছে। এদিকে লাগাতার পুলিস ও গোয়েন্দাদের অভিযানের জেরে চোপড়ার বেশকয়েকজন মাস্টারমাইন্ড পালিয়ে বেড়াচ্ছে। শনিবার রাতভর চোপড়া থানার পুলিস অভিযান চালায়। যদিও রাঘববোয়াল বলতে যাদের বোঝায়, তেমন কেউ জালে পড়েনি। রবিবার দিনভর কালিম্পং সহ কয়েকটি জেলার থানার পুলিস চোপড়ার বেশকয়েকটি গ্রামে হানা দেয়। মুলত অ্যাকাউন্ট ভাড়া দিয়েছিলেন এমন কিছু মানুষের বাড়িতেই অভিযান হয়। সেখান থেকে তথ্য সংগ্রহের পাশাপাশি নথিপত্র নিয়ে গিয়েছে পুলিসের দলটি। এদিন তাঁরা জানার চেষ্টা করেন কাদের কাছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, আধার, প্যানকার্ডের তথ্য অ্যাকাউন্ট হোল্ডাররা দিয়েছিলেন।
15h 15m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সব কাজকর্মেই কমবেশি বাধা থাকবে। ব্যয়ের চাপ একটু বাড়তে পারে। শরীর-স্বাস্থ্যের খেয়াল রাখুন। সন্তানের সৌভাগ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
15th     November,   2024
দিন পঞ্জিকা