উত্তরবঙ্গ

আলিপুরদুয়ারে দুর্ঘটনার কবলে দু’টি তীর্থযাত্রী বোঝাই বাস, জখম ৩৯ জন

সংবাদদাতা, আলিপুরদুয়ার: খানাখন্দে ভরা আলিপুরদুয়ারের অসমগামী ৩১সি জাতীয় সড়ক। মেরামতের বালাই নেই। জেলার লাইফ লাইন বেহাল সেই সড়কেই শনিবার গভীর রাতে আলিপুরদুয়ার-২ ব্লকের মজিদখানার চালতাতলায় তীর্থযাত্রী বোঝাই দু’টি বাসের সংঘর্ষে ৩৯ জন জখম হন। জখমদের মধ্যে ১৮ জন মহিলা। 
রাত সওয়া ৩টে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়েই শামুকতলা থানার পুলিস ও স্থানীয় বাসিন্দারা জখম তীর্থযাত্রীদের উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করে। হাসপাতাল সুপার ডাঃ পরিতোষ মণ্ডল বলেন, জখমের মধ্যে ২৯ জনের এখনও চিকিৎসা চলছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। 
পুলিস সূত্রে জানা গিয়েছে, জখম তীর্থযাত্রীরা সকলেই আমেদাবাদের বাসিন্দা। অসমের কামাখ্যা মন্দিরে পুজো দিয়ে দু’টি বাসে চেপে তাঁরা ঝাড়খণ্ডে যাচ্ছিলেন অন্য একটি তীর্থস্থানে। রাতে বাস দু’টি মজিদখানার চালতাতলায় দুর্ঘটনার কবলে পড়ে। 
শামুকতলা থানার ওসি জগদীশচন্দ্র রায় বলেন, প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি রাস্তার গর্তের কারণেই এই দুর্ঘটনা। জখমদের আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাস দু’টিকে বাজেয়াপ্ত করা হয়েছে। 
ওই বাসের কয়েকজন যাত্রী জানিয়েছেন, দু’টি বাসে ৮০ জন তীর্থযাত্রী ছিলেন। দু’টি বাসই পরপর যাচ্ছিল। হাসপাতালের বেডে শুয়ে জখম দুই যাত্রী লগদির সিং বাগেলা ও সঞ্জয় সিং বলেন, রাস্তায় প্রচুর গর্ত ছিল। গাড়ি হেলে-দুলে চলছিল। বড়বড় গর্ত থাকতেই বাসের চালক আচমকা জোরে ব্রেক কষেন। তখনই পিছনের বাসটি সামনের বাসের পিছনে সজোরে ধাক্কা মারে। তাতেই ঘুমে আচ্ছন্ন তীর্থযাত্রীরা জখম হন। দুর্ঘটনার জেরে পিছনের বাসের সামনের দিকটি দুমড়ে মুচড়ে গিয়েছে। 
দীর্ঘদিন ধরেই জেলার এই জাতীয় সড়ক বেহাল। খানাখন্দে ভরা রাস্তার কারণে প্রায় দুর্ঘটনা ঘটছে বলে স্থানীয়দের অভিযোগ। তারপরেও জাতীয় সড়ক কর্তৃপক্ষের রাস্তা মেরামতে গরজ নেই বলে নিত্যযাত্রীদেরও অভিযোগ। যদিও এনএইচ ১০ ডিভিশনের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার জীতেন্দ্র প্যাটেল বলেন, দুর্ঘটনাটি যেখানে ঘটেছে রাস্তার সেই অংশটুকু ফোর লেন কর্তৃপক্ষের অধীনে রয়েছে। রাস্তার অন্য অংশের মেরামতের কাজ শুরু করা হয়েছে।  হাসপাতালে চিকিৎসাধীন আহতরা। - নিজস্ব চিত্র।
14h 14m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সব কাজকর্মেই কমবেশি বাধা থাকবে। ব্যয়ের চাপ একটু বাড়তে পারে। শরীর-স্বাস্থ্যের খেয়াল রাখুন। সন্তানের সৌভাগ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
15th     November,   2024
দিন পঞ্জিকা