উত্তরবঙ্গ

একই নম্বর প্লেটের দু’টি বাইক! জরিমানার কাগজ হাতে পেয়ে থানায় মালিক

সংবাদদাতা, ময়নাগুড়ি: ট্রাফিক সিগন্যাল অমান্য করার জন্য জরিমানার কাগজ আসতেই তাজ্জব বাইকের মালিক। অথচ সম্প্রতি ট্রাফিক সিগন্যাল অমান্য না করেও কেন এই জরিমানার কাগজ এল তা ভেবে চিন্তায় পড়েছেন ময়নাগুড়ি সাপ্টিবাড়ির এন্দাদুল ইসলাম। উপায় না পেয়ে শনিবার তিনি ময়নাগুড়ি থানার দ্বারস্থ হন। 
শুক্রবার প্রশাসন মারফত এন্দাদুল ইসলাম একটি কাগজ পান। সেই কাগজে লেখা রয়েছে, ট্রাফিক আইন অমান্য করায় তাঁকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এদিকে যে গাড়ির ছবিটি সেই জরিমানার কাগজে রয়েছে, সেই বাইকের নম্বর প্লেট এবং তাঁর বাইকের নম্বর প্লেট এক। অথচ বাইকের রং আলাদা। এন্দাদুলের অভিযোগ, তাঁর নম্বর প্লেট অন্যগাড়িতে ব্যবহার করা হচ্ছে। এন্দাদুলের দাবি, এই গাড়ি ক্রমাগত ট্রাফিক আইন অমান্য করলে বা কোনও দুর্ঘটনা ঘটালে দায়ভার আসবে তাঁর ঘাড়ে। এই আশঙ্কা করে তিনি শনিবার ময়নাগুড়ি থানায় যান। লিখিত অভিযোগ দায়েরের পর ট্রাফিক আধিকারিকদের সঙ্গে দেখা করেন। 
বাইকের মালিক বলেন, কীভাবে দু’টি বাইকের একটি নম্বর প্লেট হতে পারে তা নিয়ে চিন্তায় পড়েছি। এদিকে জরিমানার কাগজ চলে এসেছে। সেই গাড়ি আইন ভাঙলে প্রশাসন আমাকে ধরবে। আমি চাইছি প্রশাসন এই বিষয়ের উপযুক্ত তদন্ত করুক। আমার গাড়ির রং লাল। অথচ একই নম্বর প্লেটের যে বাইকের জন্য জরিমানা এসেছে, সেটির রং নীল। 
ময়নাগুড়ি থানার ট্রাফিক বিভাগের ওসি অতুলচন্দ্র দাস বলেন, আমার সঙ্গে ওই ব্যক্তি কথা বলেছেন। বিষয়টি আমরা দেখছি। এদিকে এই বিষয় নিয়ে আরটিও দপ্তরের আধিকারিককে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন তোলেননি।
22d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সব কাজকর্মেই কমবেশি বাধা থাকবে। ব্যয়ের চাপ একটু বাড়তে পারে। শরীর-স্বাস্থ্যের খেয়াল রাখুন। সন্তানের সৌভাগ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
15th     November,   2024
দিন পঞ্জিকা