বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

মেটেলির পিলখানায় হাতিপুজো দেখতে জমজমাট ভিড়, অংশ নিলেন পর্যটকরাও

সংবাদদাতা, নাগরাকাটা: মঙ্গলবার দুপুর ১টা নাগাদ গোরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশনের তিনটি বিটের বিভিন্ন ক্যাম্পের পিলখানায় মোট ২৮টি হাতির পুজো দেওয়া হল। তবে গাছবাড়িতে হাতিপুজো দেখতে ভিড় জমে পর্যটকদের। 
প্রতিবছরের মতো এবারও বিশ্বকর্মা পুজোর দিন নিষ্ঠার সঙ্গে পিলখানায় হাতিপুজো করা হল। পুজো উপলক্ষে হাতিদের ছুটি দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন স্বাদের ফলমূল খাওয়ানো হয়। গাছবাড়ির পাশাপাশি গোরুমারা, মেদলা, গরাতি, টন্ডুর পিলখানায় ভিড় ছিল স্থানীয়দের। তবে গাছবাড়ি পিলখানাতেই ঘটা করে পুজো হয়। কুনকি হাতিদের সঙ্গে পর্যটকরা সেল্ফিও তোলেন। পুজোর পর সকলকেই খিচুড়ি খাওয়ানো হয়। 
হাওড়া থেকে ডুয়ার্স ভ্রমণে আসা পর্যটক রিয়া বন্দ্যোপাধ্যায় বলেন, হাতি সাফারি করব বলে সকাল সকাল এসেছিলাম। কিন্তু, এসেই শুনলাম হাতির পুজো করা হবে। তাই সাফারি বন্ধ। তাতে আক্ষেপ নেই, বিশ্বকর্মার বাহন হাতির পুজো এই প্রথম দেখলাম। অসাধারণ, ভাষায় প্রকাশ করা যাবে না। আগামী বছর ফের আসব বিশ্বকর্মা পুজোর দিন হাতিপুজো দেখতে। 
গোরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশনের এডিএফও রাজীব দে বলেন, তিনটি বিটের মোট ২৮টি হাতির এদিন পুজো দেওয়া হয়েছে। এদিনটি ওদের জন্য বিশেষ দিন। তাই ছুটি দেওয়া হয়েছে। হাতিদের ভালো ফলমূল খেতে দেওয়া হয়েছে। 
গাছবাড়ি পিলখানায় ১৯৯৬ সাল থেকেই হাতিপুজোর হয়ে আসছে। হাতিদের সকালে উপোস করে রাখা হয়। পাশেই মূর্তি নদীতে স্নান করানো হয়। এরপর প্রতিটি হাতির গায়ের তাদের নাম লিখে রংবেরঙের চক দিয়ে সাজানো হয়। এরপর গাছবাড়ি মাঠে নিয়ে যাওয়া হয়। পুরোহিত প্রথমে বিশ্বকর্মার পুজো করেন, পরে হাতিদের পুজো করেন। এরপর হাতিদের কলা, আঁখ, আপেল, নাসপাতি সহ বিভিন্ন ফলমূল খাওয়ানো হয়। পুজোতে গ্রামবাসীদের সঙ্গে পর্যটকরাও অংশ নেন। শেষে সবাইকে কলাপাতায় খিচুড়ি খাওয়ানো হয়। 
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, গাছবাড়িতে ফাল্গুনি, হিলারি, কাবেরী, বসন্ত, ডায়না, ফুলমতি, মাধুরী, জেনি, বিজয়া, গোরুমারাতে তিস্তা, ভোলানাথ, মোতিরানি, নটরাজ, যুবরাজ, বীর, চম্পা, মেদলা ক্যাম্পে অরণ্য, রাজা, শীলাবতি, আমনা, রামি, টন্ডু ক্যাম্পে কিরণরাজ, বর্ষণ, গরাতিতে মানিক, শ্রাবণী, ভীমকে নিয়ে মোট ২৮টি হাতির পুজো দেওয়া হল। (গাছবাড়ি পিলখানায় হাতিপুজো। - নিজস্ব চিত্র।)
3Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন।  অর্থপ্রাপ্তির যোগ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৩ টাকা৮৭.৫৭ টাকা
পাউন্ড১০৪.০৫ টাকা১০৭.৭৪ টাকা
ইউরো৮৭.৩০ টাকা৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা