উত্তরবঙ্গ

পুজোয় হারানো গ্রামবাংলাকে তুলে ধরবে সুকান্ত স্মৃতি সঙ্ঘ

সন্দীপন দত্ত, মালদহ: গণেশ চতুর্থী থেকেই শারদোৎসবের সূচনা হয়ে গেল মালদহের ইংলিশবাজার পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের মহানন্দা পল্লিতে। এখানকার সুকান্ত স্মৃতি সঙ্ঘের দুর্গাপুজো এবারে ৪৬ তম বর্ষে। শনিবার গণেশ চতুর্থীতে ছিল ক্লাবের খুঁটিপুজোর আয়োজন। এদিন যা অনুষ্ঠিত হল ক্লাব প্রাঙ্গনে। 
ইংলিশবাজার শহর এখন পুজোর আমেজে। শহরের ক্লাবগুলিতে এখন জোর প্রস্তুতি। নানা থিম, সাবেকিয়ানা। ইংলিশবাজার শহরের বিগ বাজেটের পুজো কমিটিগুলির মধ্যে অন্যতম মহানন্দাপল্লির সুকান্ত স্মৃতি সঙ্ঘ। 
পুজোয় তাদের থিম ‘পট পুতুলের ঘর’। বাজেট ১২ লক্ষ। পুজো কমিটির প্রধান উপদেষ্টা দুলাল সরকার বলেন, আমাদের এই অঞ্চলে এটাই একমাত্র দুর্গাপুজো। তাই পুজোকে কেন্দ্র করে সাধারণ মানুষের আলাদা উদ্দীপনা থাকে। তাঁরাই পুজোর খরচ জোগার করেন। ক্লাবের নিজস্ব জায়গায় পুজো হয়। পুজোয় চারদিন নানা সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে। পুজো উদ্যোক্তারা জানান, পঞ্চমীর সন্ধ্যায় সুকান্ত স্মৃতি সঙ্ঘের পুজো উদ্বোধন হবে। মালদহের জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া এবং পুলিস সুপার প্রদীপকুমার যাদব এই পুজোর উদ্বোধন করবেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা। 
দুলাল জানান, গণেশ চতুর্থী থেকেই এখানে শারদীয়া উৎসব শুরু হয়ে যায়। মহানন্দা পল্লির বাসিন্দাদের সহযোগিতা নিয়ে আমরা সুকান্ত স্মৃতি সঙ্ঘের পরিচালনায় ৪৫ বছর ধরে পুজো করে আসছি। এদিন খুঁটিপুজোর মধ্য দিয়ে শারদোৎসবের সূচনা হল। হারিয়ে যাওয়া গ্রাম বাংলাকে ফুটিয়ে তুলবে সুকান্ত স্মৃতি সঙ্ঘে। বিশেষ করে বাকুড়া, বীরভূমের লালমাটির দেশের পট পুতুল দিয়ে প্যান্ডেল সাজিয়ে তোলা হবে।  নিজস্ব চিত্র
8d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মস্থলে জটিলকর্মে অনায়াস সাফল্য ও প্রশংসালাভ। আর্থিক দিকটি শুভ। ক্রীড়াস্থলে বিশেষ সাফল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১০ টাকা৮৪.৮৪ টাকা
পাউন্ড১০৮.৬৪ টাকা১১২.১৯ টাকা
ইউরো৯১.৫৩ টাকা৯৪.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
14th     September,   2024
দিন পঞ্জিকা