বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

সাতদিন বন্ধ জল পরিষেবা

সংবাদদাতা, পতিরাম: জলজীবন মিশনে পানীয় জলের পাইপলাইন গিয়েছে গ্রামে। তবে দেড় বছর ধরে সব বাড়িতে পৌঁছয় না জল। সপ্তাহখানেক সেটাও বন্ধ হয়ে যাওয়ায় বালুরঘাটের ডাঙ্গি গ্রামের বাসিন্দারা পড়েছেন মহা সমস্যায়। ভ্যাপসা গরমে তাঁরা এখন জলকষ্টে পড়েছেন।
দক্ষিণ দিনাজপুর জেলার পিএইচই দপ্তরের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার শুভব্রত কর বলেন, কী সমস্যা রয়েছে খোঁজ নেওয়া হচ্ছে। দ্রুত সমাধান করা হবে।
স্থানীয় আদরী মণ্ডলের অভিযোগ, দেড় বছর আগে আমাদের বাড়িতে জলের পাইপলাইন ও ট্যাপ বসানো হয়েছিল। প্রথম দু-এক মাস জল পেয়েছিলাম। তারপর প্রায় দেড় বছর জল বন্ধ থাকায় বিভিন্ন জায়গায় জানিয়েছিলাম। কেউ সমাধান করার উদ্যোগ নেননি। আয়রন রয়েছে বলে টিউবওয়েলের জলও খেতে পারি না। দু’একদিনের মধ্যে সমাধান না হলে বাসিন্দারা মিলে আন্দোলনে নামার হুমকি দিয়েছেন স্থানীয় বিজয় বর্মন। 
কয়েক বছর আগে বালুরঘাট শহর লাগোয়া ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতকে কেন্দ্র করে জল জীবন মিশন প্রকল্পে সরবরাহ শুরু হয়। প্রত্যেকটি বাড়িতে পানীয় জলের ট্যাপ দেওয়া হয়েছিল। গ্রামবাসীদের দাবি, যে কয়েকটি বাড়িতে জল আসত, সেখান থেকেই নিতেন তাঁরা। তাছাড়া দিনে তিনবার জল সরবরাহ দেওয়ার কথা থাকলেও পেতেন মাত্র একবার।
ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধান নীলিমা বর্মন বলেন, পানীয় জল না আসার বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েছি। ফের একবার কর্তৃপক্ষের নজরে আনব।
4Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন।  অর্থপ্রাপ্তির যোগ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৩ টাকা৮৭.৫৭ টাকা
পাউন্ড১০৪.০৫ টাকা১০৭.৭৪ টাকা
ইউরো৮৭.৩০ টাকা৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা