বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

ট্রেনের টিকিট কাউন্টারে চাঙর ভেঙে জখম রেলযাত্রী

সংবাদদাতা, চাঁচল: ট্রেনের টিকিট কাটতে এসে সিলিংয়ের চাঙর খসে জখম হয়েছেন এক রেল যাত্রী। শনিবার সকালে ঘটনাটি ঘটে মালদহের সামসী রেল স্টেশনের টিকিট কাউন্টারে। এই ঘটনায় রেল যাত্রীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে। জখমের নাম মহিলার নাম প্রমীলা। তিনি মালদহ শহরের বাসিন্দা। মহিলা ঘাড়ে এবং মাথায় চোট পেয়েছেন। তাঁর প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে। মহিলার কথায়, আমি প্রাণে বাঁচলাম। অন্য যাত্রীরাও বেঁচে গিয়েছেন। যাত্রী সুরক্ষা নিয়ে রেল কর্তৃপক্ষকে ভাবা উচিত।
সামসী রেলস্টেশন থেকে উত্তর মালদহের চাঁচল, হরিশ্চন্দ্রপুর এবং রতুয়া সহ বিভিন্ন এলাকার লক্ষাধিক মানুষ ট্রেনে ওঠানামা করেন। ব্যস্ততম এই স্টেশনে দিবারাত্র টিকিট কাউন্টারে ভিড় লেগে থাকে যাত্রীদের। ওই মহিলা সামসীতে চিকিত্সা করাতে আসেন। মালদহ ফেরার জন্য রেল স্টেশনে টিকিট কাটতে এসেছিলেন। সেই সময়ই বিপত্তি ঘটে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ছাদের বিভিন্ন অংশে ফাটল ধরেছে। চাঙর খসে যাওয়ার মতোই অবস্থা ছিল। কিন্তু তা দেখেও কর্তৃপক্ষের কোনও হেলদোল নেই। সামসীর বাসিন্দা মহাম্মদ সাবির আলির অভিযোগ, সিলিং থেকে চাঙর খসে একজন মহিলা আহত হয়েছেন। আসলে এখানে যাত্রীদের সুরক্ষা নেই। দ্রুত সিলিং  সংস্কার না করা হলে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। এদিকে সাধারণ মানুষও বিষয়টি নিয়ে ক্ষিপ্ত। তারা অবিলম্বে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার দাবি জানিয়েছেন। এই ব্যাপারে সামসী স্টেশনের ম্যানেজার মনোজকুমার ঠাকুর বলেন, স্টেশনের বিভিন্ন জায়গায় ছাদের অংশ স্বাভাবিক রয়েছে। কাউন্টারের সামনে চাঙর খসে পড়েছে। সংস্কারের জন্য ইঞ্জিনিয়ারকে জানানো হয়েছে।  নিজস্ব চিত্র
4Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন।  অর্থপ্রাপ্তির যোগ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৩ টাকা৮৭.৫৭ টাকা
পাউন্ড১০৪.০৫ টাকা১০৭.৭৪ টাকা
ইউরো৮৭.৩০ টাকা৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা