বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

গাজোলের স্কুলে মিড ডে মিল পরিদর্শনে জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, মালদহ ও সংবাদদাতা পুরাতন মালদহ: তখন সবে দুপুর বারোটা। পিএম পোষণ প্রকল্পে স্কুলে চলছে মিড ডে মিল খাওয়ার প্রস্তুতি। সাবান দিয়ে হাত ধুয়ে থালা নিয়ে বাচ্চাদের সঙ্গে বসে পড়লেন এক ব্যক্তি। স্কুলে ততক্ষণে হৈ চৈ পড়ে গিয়েছে। প্রধান শিক্ষক থেকে শুরু করে অন্য কর্মীরা তখন হতভম্ব। ওই ব্যক্তি আর কেউ নন, স্বয়ং মালদহের জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া। 
শুক্রবার দুপুরে অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) অনিন্দ্য সরকার সহ প্রশাসনের অন্য আধিকারিকদের নিয়ে জেলাশাসক হঠাৎই পৌঁছে যান গাজোলের রামচন্দ্র সাহা বালিকা বিদ্যালয়ে। স্কুলে ঢুকেই সোজা চলে যান স্টোর রুমে। সেখানে মিড ডে মিলের জন্য মজুত রাখা চালের গুণগত মান যাচাই করেন। খতিয়ে দেখেন স্কুলের রান্নাঘর, খাবার ঘর সহ যাবতীয় পরিকাঠামো। এরপর হাত ধুয়ে বাচ্চাদের সঙ্গে বসে যান খাবার খেতে। 
জেলাশাসক বলেন, জেলার সমস্ত স্কুল পরিদর্শন শুরু হয়েছে। প্রশাসনের বিভিন্ন পর্যায়ের আধিকারিকরা স্কুলে গিয়ে ঠিকমতো নিয়ম মানা হচ্ছে কি না দেখছেন। এদিন মিড ডে মিলের মেনুতে ছিল ভাত, মুসুর ডাল, সয়াবিন ও আলুর তরজারি, ডিম। সবটাই চেখে দেখেন জেলাশাসক। যদিও তিনি ডিম খাননি। খাবারের মান কেমন, স্কুলে পঠনপাঠন কেমন হয় সেসব বাচ্চাদের কাছে জানতে চান। তিনি আরও জানান, কোথাও খামতি থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
4Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন।  অর্থপ্রাপ্তির যোগ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৩ টাকা৮৭.৫৭ টাকা
পাউন্ড১০৪.০৫ টাকা১০৭.৭৪ টাকা
ইউরো৮৭.৩০ টাকা৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা