বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

নতুন বাজার সর্বজনীন দুর্গাপুজো কমিটির খুঁটিপুজো, থিম ‘সেভ ওয়াটার সেভ আর্থ’

সোমনাথ চক্রবর্তী, ময়নাগুড়ি: থ্রি ডি থিমের মধ্য দিয়ে ‘সেভ ওয়াটার সেভ আর্থ’ এই বার্তা এবার তুলে ধরতে চলেছে ময়নাগুড়ির নতুন বাজার সর্বজনীন দুর্গাপুজো কমিটি। বুধবার খুঁটিপুজোর মধ্য দিয়ে মণ্ডপসজ্জার কাজ শুরু হল। গতবছর বিশ্ববাংলা শারদ সম্মান এসেছিল নতুন বাজার সর্বজনীন দুর্গাপুজো কমিটির ঝুলিতে। এবারেও তারা নতুনত্ব পুজো মণ্ডপ দর্শনার্থীদের সামনে তুলে ধরতে চলেছে। মণ্ডপে এলে দেখা মিলছে থ্রি ডি ইফেক্টে জল অপচয় ও জল বাঁচানো নিয়ে সামজিক বার্তা। থাকবে কীভাবে রক্ষা করতে হবে পৃথিবীকে। এজন্য মণ্ডপজুড়ে থাকবে অসংখ্য মডেল। এবারও মণ্ডপসজ্জার দায়িত্বে আছেন আনন্দনগর পাড়ার থিমশিল্পী বুম্বা দেবগুপ্ত। 
ময়নাগুড়ি নতুন বাজার সর্বজনীন দুর্গাপুজো কমিটির পুজো এববছর ৫৬ বছরে পড়ল। পুজো মণ্ডপ তৈরি হচ্ছে পরিবেশবান্ধব সামগ্রী দিয়ে। পাথর, ইট, বাঁশ, কাঠ, দড়ি সহ নানান ধরনের সামগ্রী যেসব প্রকৃতি থেকে পাওয়া যায় সেসবই ব্যবহার করা হচ্ছে। জল না থাকলে আগামী দিনে কি সমস্যার সম্মুখীন হতে হবে, সেটা তুলে ধরা হবে দর্শনার্থীদের সামনে। পাশাপাশি জল সংরক্ষণের দিকটি সম্পর্কেও সচেতন করা হবে। ময়নাগুড়ি নতুন বাজার কর্মতীর্থ ভবনে পুজোর আয়োজন চলছে। নতুন বাজারের ব্যবসায়ী সহ স্থানীয় বাসিন্দারা সকলে এই পুজোর আয়োজনে সরাসরি যুক্ত হন। প্রতিমা বানাচ্ছেন ময়নাগুড়িই মৃৎশিল্পী। আলোকসজ্জারও দায়িত্বে ময়নাগুড়ির শিল্পী। মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিমা তৈরির কাজ চলছে। থিমের সঙ্গে তাল মিলিয়ে থাকবে সাউন্ডের খেলা। 
এবছর পুজো কমিটির সভাপতির দায়িত্বে আছেন মনোজ রায়। সম্পাদক সিদ্ধার্থ সরকার। তাঁরা বলেন, আমরা মানুষের কাছে সমাজ সচেতনতার বার্তা দিতেই এমন থিম বেছে নিয়েছি। প্রতিবছরই আমরা চেষ্টা করি, থিমের  মধ্য দিয়ে সামাজিক বার্তা দেওয়ায়। এবছর জল সংরক্ষণ করে পৃথিবীকে সবুজায়নের বার্তা দেওয়া হবে। রাজ্য সরকার থেকে এবারও পুজো অনুদান ৮৫ হাজার টাকা পাচ্ছি আমরা। গতবছর আমরা ‘মনে পড়ে সেই সব দিন, ফিরে যাওয়া স্বপ্ন রঙিন’ থিমে পুজো মণ্ডপ সাজিয়ে দর্শনার্থীদের মনজয় করেছিলাম। বিশ্ব বাংলা শারদ সম্মানও পেয়েছিলাম। আশা করছি, এবছরও মানুষের প্রত্যাশা পূরণ করতে পারব। (নতুন বাজার সর্বজনীন দুর্গাপুজো কমিটির খুঁটিপুজো।-নিজস্ব চিত্র।)
4Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন।  অর্থপ্রাপ্তির যোগ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৩ টাকা৮৭.৫৭ টাকা
পাউন্ড১০৪.০৫ টাকা১০৭.৭৪ টাকা
ইউরো৮৭.৩০ টাকা৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা