রাজ্য

জেলে গিয়ে সন্দীপদের ৪ দিন জেরা করবে ই঩ডি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি করের আর্থিক দুর্নীতি‑কাণ্ডে এবার জেলে গিয়ে সন্দীপ ঘোষ সহ তিন অভিযুক্তকে জেরা করতে চায় ইডি। সোমবার আলিপুরের সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক সুজিতকুমার ঝাঁয়ের এজলাসে ওই আর্জি জানান ইডির তরফে বিশেষ সরকারি কৌঁসুলি অরুণকুমার ভগত। বিচারক সেই আর্জি মঞ্জুর করেন। সরকারি কৌঁসুলি জানান, ৮, ৯, ১৪ ও ১৫ অক্টোবর প্রেসিডেন্সি জেলে গিয়ে ইডির কর্তারা ওই তিনজনকে জেরা করবেন। সময় বেঁধে দেওয়া হয়েছে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত।
এদিকে, আর্থিক এই দুর্নীতি মামলায় এদিন সিবিআই হেফাজত থেকে ধৃত আশিস পাণ্ডেকে আলিপুরের সিবিআই কোর্টে হাজির করা হয়। তবে জেল হেফাজতে থাকা সন্দীপ ঘোষ, বিপ্লব সিংহ, আফসার আলি ও সুমন  হাজরাকে কোর্টে হাজির করা হয়। তাঁদের শুনানি হয় ভার্চুয়াল মাধ্যমে। এদিন সিবিআইয়ের তরফে এই আর্থিক দুর্নীতির তদন্তের গতিপ্রকৃতি নিয়ে বিস্তর ব্যাখ্যা দেওয়া হয়। মামলার অগ্রগতি নিয়ে কেস‑ডায়েরি আদালতে পেশ করা হয়। ধৃতদের আইনজীবীরা বলেন, কেন্দ্রীয় এজেন্সির এই মামলায় নতুন কোনও অগ্রগতি নেই। একই কথা নতুন মোড়কে ঘুরিয়ে‑ফিরিয়ে কোর্টের কাছে পেশ করা হচ্ছে। এর কোনও ভিত্তি নেই। তাই যে কোনও শর্তে আমাদের মক্কেলদের জামিন দেওয়া হোক। প্রত্যুত্তরে সিবিআইয়ের কৌঁসুলি বলেন, মামলার তদন্তে গতি এসেছে। তাই এই অবস্থায় ধৃতদের জামিন দেওয়া ঠিক হবে না। তাতে মামলা ক্ষতিগ্রস্ত হবে। অভিযুক্তরা ক্ষমতাশালী হওয়ায় সাক্ষীদের প্রভাবিত করতে পারেন। 
এদিকে, এই মামলার অন্যতম অভিযুক্ত আফসার আলির আইনজীবী শ্যামল মণ্ডল এদিন তাঁর মক্কেলের হয়ে দু’টি আবেদন জানান। তিনি বলেন, তাঁর মক্কেলকে প্রেসিডেন্সি জেলের যে সেলে রাখা হয়েছে, তাতে তাঁর দমবন্ধ করা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। তাই একটু খোলামেলা সেলে যেন রাখার ব্যবস্থা করা হয়। অন্যদিকে, জেলে থাকায় তাঁর মক্কেল ব্যাঙ্কের চেক বইতে সইসাবুদ করতে পারছেন না। বিষয়টি কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়। দু’টি ক্ষেত্রেই বিচারক প্রয়োজনীয় নির্দেশ দেন।
2Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা