রাজ্য

সিবিআইয়ের চার্জশিট: পুলিসের তদন্ত ঠিক পথেই এগিয়েছিল, প্রতিক্রিয়া তৃণমূলের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা পুলিসের তদন্ত প্রক্রিয়া সঠিক পথেই এগিয়েছিল। সিবিআইয়ের চার্জশিট প্রসঙ্গে এই মতই প্রকাশ করল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তাদের আবেদন, সিবিআইয়ের চার্জশিট পেশের প্রেক্ষিতে পুজো-উৎসবের সময় রাস্তায় নেমে আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হোক।
আর জি করে জুনিয়র চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনার তদন্তভার এখন সিবিআইয়ের হাতে। সোমবার কেন্দ্রীয় এজেন্সির তরফে শিয়ালদহ আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে। সূত্রের খবর, চার্জশিটে নাম রয়েছে একমাত্র সঞ্জয় রায়ের। এই চার্জশিট প্রসঙ্গে তৃণমূলের তরফে বলা হয়েছে, ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিস। ফলে তদন্ত প্রক্রিয়ায় কলকাতা পুলিস যেটুকু সময় পেয়েছিল, তাতে তারা সঠিক পথেই এগিয়েছিল। তারা হাতে আরও একটু সময় পেলে ঘটনার কিনারাও করে দিত। এখন তদন্তভার সিবিআইয়ের হাতে। তাই এই ব্যাপারে যাবতীয় উত্তর দিতে হবে তাদেরকেই।  রবিবার আলিপুর বডিগার্ড লাইনসের দুর্গোপুজোর উদ্বোধনে গিয়ে কলকাতা পুলিসের কাজকর্মের ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অপরাধীদের শায়েস্তা করতে কলকাতা পুলিস আগামী দিনে ‘র‌্যাফ অ্যান্ড টাফ’ থাকবে, এই বার্তাই দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। কলকাতা পুলিসকে মনোবল জুগিয়েছেন তিনি। ঠিক তার পরদিনই সিবিআইয়ের চার্জশিটে কলকাতা পুলিসের তদন্তই মান্যতা পেল বলে মত তৃণমূলের। অন্যদিকে, পুজো-উৎসবের সময় জনজোয়ারের ছবি লক্ষ্য করা গিয়েছে। এই অবস্থায় আন্দোলন কর্মসূচি বন্ধ রেখে উৎসবে অর্থনীতির বাজার সচল রাখার আবেদন করেছেন তৃণমূল নেতৃত্ব। তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন,   সিবিআই যখন চার্জশিট জমা দিয়েছে। তারপরেও সিপিএম, ডিএসও এবং কিছু নকশালপন্থীর আন্দোলন চললে ধরে নিতে হবে যে—এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য রয়েছে, ন্যায়-বিচার পাওয়াটা ওঁদের আসল উদ্দেশ্য নয়। এই আন্দোলনের মাধ্যমে পুজো-উৎসবের ক্ষতি করারই চেষ্টা হচ্ছে।
2Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা