রাজ্য

সহায় মুখ্যমন্ত্রী, মুম্বইয়ের টাটা মেমোরিয়ালে চিকিৎসা কয়েকশো ক্যান্সার রোগীর

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আর জি কর কাণ্ডের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের যত সমালোচনাই হোক না কেন, মুখ্যমন্ত্রীর ‘মমতা’য় ভিন রাজ্যে ক্যান্সারের চিকিৎসা পাচ্ছেন কয়েকশো মানুষ। গোটা দেশে যার অবস্থান প্রথম সারিতেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি তহবিল থেকে মুম্বইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা পেয়েছেন ৬৩৮ জন। এক আরটিএআইয়ের জবাবে কেন্দ্র জানিয়েছে, ২০১৫ থেকে পশ্চিমবঙ্গের গরিব ক্যান্সার রোগীদের জন্য মুখ্যমন্ত্রীর তহবিল থেকে দেওয়া হয়েছে ২ কোটি ৫৮ লক্ষ ৮৫ হাজার ৮৯৫ টাকা। মানবিকতা তো বটেই, প্রশাসনিক সিদ্ধান্তের ক্ষেত্রেও যা উল্লেখযোগ্য। কারণ, গুজরাত থেকে এমন সাহায্য পেয়ে টাটা মেমোরিয়ালে কোনও রোগীর চিকিৎসার তথ্য নেই। 
টাটা মেমোরিয়াল সেন্টারের অধীনেই টাটা মেমোরিয়াল হাসপাতাল। পরমাণবিক শক্তি মন্ত্রকের অনুদানে চলে এই হাসপাতাল। চিকিৎসা হয় দূরারোগ্য ক্যান্সারের। সেখানে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর তহবিলের টাকায় কতজন চিকিৎসা পেয়েছেন বা পাচ্ছেন সহ নানা তথ্য জানতে চেয়ে আরটিআই করেছিলেন প্রবাসী বাঙালি মনোরঞ্জন রায়।
তাঁরই প্রশ্নের জবাবে জানা গিয়েছে, গোটা দেশে গত দশ বছরে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ সহ ১২টি রাজ্যের মুখ্যমন্ত্রীর তহবিল থেকে প্রাপ্ত অর্থ সাহায্যে ১২ হাজার ২৫২ জনের ক্যান্সার চিকিৎসা হয়েছে। খরচ হয়েছে ১০৬ কোটি ১৮ লক্ষ ৭৯ হাজার ৩৪৬ টাকা। সবচেয়ে বেশি রোগী সাহায্য পেয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের তহবিল থেকে। ২৫ কোটি ৪১ লক্ষ ১৭ হাজার ৭৭৯ টাকা। চিকিৎসা পেয়েছেন ২ হাজার ৩৮ জন। তারপরই মহারাষ্ট্র। চিকিৎসা পেয়েছেন ১ হাজার ৩৯৮ জন। তহবিল থেকে দেওয়া হয়েছে ১২ কোটি টাকার কিছু বেশি। চিকিৎসা পরিষেবার সাহায্য প্রাপ্তির ক্ষেত্রে এরপরেই রয়েছে পশ্চিমবঙ্গ। 
2Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা