বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

চিকিৎসকদের বেতন-ভাতা বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চিকিৎসকদের ভগবান মানে সাধারণ মানুষ। তাদের সেবার মতো মহৎ কাজ আর কিছুই হয় না। কঠিন ব্যাধি নিরাময়, জটিল অপারেশন কিংবা করোনা অতিমারীর মতো পরিস্থিতিতে লড়াই চালিয়ে মানবজাতিকে বাঁচিয়ে রেখেছে বা রাখতে পারে চিকিৎসকরাই। সেই কথা প্রমাণিত। এবার সেই চিকিৎসকদের জন্য ‘কল্পতরু’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, সোমবার আলিপুরে ধনধান্য অডিটোরিয়াম থেকে তিনি একগুচ্ছ ঘোষণা করেছেন চিকিৎসকদের জন্যই। তার মধ্যে উল্লেখযোগ্য হল রাজ্যের সরকারি চিকিৎসকদের সর্বস্তরে ভাতা ও বেতন বৃদ্ধির ঘোষণা। এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের ইন্টার্ন, পিজিটি, জুনিয়র, সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকদের বেতন ও ভাতা গড়ে ১০ থেকে ১৫ হাজার টাকা বাড়ানো হল। ইন্টার্ন, পিজিটি, হাউসস্টাফদের ভাতা বাড়ানো হল ১০ হাজার টাকা। আর রেসিডেন্ট চিকিৎসকদের মাসিক বেতন ১৫ হাজার টাকা বাড়ানো হল। এদিন ধনধান্য অডিটোরিয়ামে চিকিৎসকদের সঙ্গে বৈঠক ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেখানেই তিনি ঘোষণা করেন, ইন্টার্ন, হাউস স্টাফ, পোস্ট গ্র্যাজুয়েট ও পোস্ট ডক্টরেট ট্রেনিদের জন্য ভাতা ১০ হাজার টাকা বাড়ানো হল। সর্বস্তরের রেসিডেন্ট চিকিৎসকদের বেতন বাড়ছে ১৫ হাজার টাকা। এতদিন তাঁরা পেতেন মাসে ৮৫ হাজার টাকা, এবার তা বেড়ে দাঁড়াচ্ছে ১ লক্ষ টাকা। এরই সঙ্গে মুখ্যমন্ত্রী সরকারি চিকিৎসকদের অনুরোধ জানিয়ে বলেন, ‘ন্যূনতম ৮ ঘণ্টা সরকারি পরিষেবা দিন। সেই সময়ে গাফিলতি করবেন না। অন্য কোথাও চলেও যাবেন না। তারপর আপনারা অন্য জায়গায় প্রাইভেটে পরিষেবা দিন, আমার আপত্তি নেই।’ এবার থেকে চিকিৎসকরা প্রাইভেট প্র্যাক্টিস করতে যেতে পারবেন ৩০ কিমি এলাকা পর্যন্ত, আগে এটি ছিল ২০ কিমি। এদিন এমনটাই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি আজ, সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় স্মরণ করিয়ে দেন যে, তাঁর আমলেই রাজ্যে স্বাস্থ্য পরিষেবার উন্নতি হয়েছে। বাম আমলে রাজ্যে স্বাস্থ্য পরিষেবা তলানিতে এসে ঠেকেছিল। তৃণমূল কংগ্রেসের আমলেই সার্বিক উন্নতি হয়েছে। মহিলা চিকিৎসকদের জন্য আলাদা হস্টেল তৈরির কথাও এদিন জানিয়েছেন মমতা। এদিনের চিকিৎসক সম্মেলন শুরুর আগে আর জি কর কাণ্ডের নির্যাতিতার পরিবারের প্রতি সমবেদনা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
12h 12m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

নতুন কর্মপ্রাপ্তির সুখবর পেতে পারেন দাম্পত্যজীবনে সখ্যতা বৃদ্ধি সন্তানের কর্ম সাফল্যে গর্ব।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৮ টাকা৮৭.৬২ টাকা
পাউন্ড১০৭.৮৬ টাকা১১১.৬২ টাকা
ইউরো৮৯.১৯ টাকা৯২.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
23rd     February,   2025
দিন পঞ্জিকা