বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

সগুনায় ছেলের জন্য বেলুন কিনতে গিয়ে মেলায় সিলিন্ডার ফেটে মৃত মা

সংবাদদাতা, কল্যাণী: সন্তানের জন্য বেলুন কিনতে মেলায় গিয়ে সিলিন্ডার ফেটে মৃত এক মহিলা। ঘটনাটি ঘটেছে শনিবার রাত ১২টা নাগাদ, কল্যাণী থানার সগুনা পঞ্চায়েতের ঘোড়াগাছা এলাকায়। মৃতার নাম মুসকান মণ্ডল (২৪)। বছর চারেকের ছেলেকে বাড়িতে ঘুম পাড়িয়ে মেলায় ঘুরতে গিয়েছিলেন মুসকান। কিন্তু সেই ঘুরতে যাওয়াই কাল হলো তাঁর। 
ঘোড়াগাছা স্কুলের মাঠে এই বছরও মিলন মেলা বসেছিল। একটি স্থানীয় ক্লাবের পাশে রাস্তার ধারে গ্যাস বেলুনে বিক্রি হচ্ছিল। সেখানে হঠাৎ করেই বেলুন তৈরির গ্যাস সিলিন্ডার ফেটে যায়। জখম হন চারজন। তাঁদের দু’জনকে কল্যাণীর এইমস হাসপাতালে এবং দু’জনকে কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জেএনএমে একজনের মৃত্যু হয়। আহত তিনজনের মধ্যে রয়েছেন বেলুন বিক্রেতা শরিফুল মণ্ডল ও তার ভাই রফিকুল মণ্ডল ও মেলায় ঘুরতে যাওয়া একজন। শরিফুলের অবস্থা সঙ্কটজনক হওয়ায় তাঁকে কলকাতায় স্থানান্তর করা হয়েছে। তাঁর বাড়ি উত্তর ২৪ পরগনার অশোকনগর এলাকায়।
ঘটনা রাতের দিকে হওয়ায় মেলায় লোক কম ছিল। আচমকা তীব্র আওয়াজে কেঁপে ওঠে এলাকা। শব্দ শুনে সকলে ঘটনাস্থলে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় চারজন মাটিতে পড়ে কাতরাচ্ছেন। এরপর তাঁদের হাসপাতালে পাঠানো হয়। পুলিস সূত্রে জানা গিয়েছে, ঘটনার পর মেলা বন্ধ করে দেওয়া হয়েছে। ওই মেলায় গ্যাস বেলুন বিক্রি করার অনুমতি ছিল না। পুলিস বিস্ফোরণের কারণ খতিয়ে দেখছে। এদিকে, মেলার মতো জনবহুল এলাকায় কীভাবে গ্যাস বেলুন বিক্রি করা হচ্ছিল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেক এলাকাবাসী।  
মৃতের শাশুড়ি রেহনা বিবি বলেন, বউমা রাতে ছেলেকে ঘুম পাড়িয়ে আমাকে বলে যায়, তুমি ওকে দেখো, আমি একটু মেলায় ঘুরে আসি। তার একটু পরেই ঘর থেকে বিস্ফোরণের আওয়াজ শুনতে পাই। ছোট ছেলেটিও ভয় পেয়ে যায়। আমি তারপর বউমাকে ফোন করলেও ফোন বেজে যায়। কেউ ফোন ধরছিল না। পরে পাশের বাড়ির একজন ফোনটি কুড়িয়ে পেয়ে আমাদের খবর দেন।
6h 6m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

নতুন কর্মপ্রাপ্তির সুখবর পেতে পারেন দাম্পত্যজীবনে সখ্যতা বৃদ্ধি সন্তানের কর্ম সাফল্যে গর্ব।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৮ টাকা৮৭.৬২ টাকা
পাউন্ড১০৭.৮৬ টাকা১১১.৬২ টাকা
ইউরো৮৯.১৯ টাকা৯২.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
23rd     February,   2025
দিন পঞ্জিকা