বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

হাওড়ায় আড়াই কোটি টাকারও বেশি বিদেশি মুদ্রা সহ ধৃত যুবক

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা সহ উত্তরপ্রদেশের গোরক্ষপুরের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে হাওড়া জেলার শুল্কদপ্তর। শনিবার রাতে হাওড়া স্টেশনে হেমন্তকুমার পান্ডে নামের ওই ব্যক্তিকে আটক করে আরপিএফ। অভিযুক্তের কাছ থেকে উদ্ধার হওয়া বিদেশি মুদ্রার ভারতীয় অর্থমূল্য আড়াই কোটি টাকারও বেশি বলে জানা গিয়েছে। ধৃতকে শুল্কদপ্তরের হাতে তুলে দিয়েছে রেল পুলিস।
রেল পুলিস সূত্রে জানা গিয়েছে, বিরাট অঙ্কের বিদেশি মুদ্রা নিয়ে গোরক্ষপুর থেকে এক ব্যক্তি কলকাতার দিকে আসছেন বলে আগেই শুল্কদপ্তর মারফত খবর পেয়েছিল হাওড়া আরপিএফের ক্রাইম ইন্টেলিজেন্স উইং। সেইমতো গোরখপুর থেকে হাওড়া ও কলকাতায় আসা প্রতিটি ট্রেনের উপর নজরদারি শুরু করে রেল পুলিস। শনিবার রাতে হাওড়া স্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্মে পাটনা-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস এসে দাঁড়াতেই সেখানে তল্লাশি শুরু করে আরপিএফ। যাত্রীদের ভিড়ের মধ্যে লেদারের ভারী জ্যাকেট পরা এক ব্যক্তিকে দেখা যায়, একটি ব্যাগ হাতে হাঁটছেন। সন্দেহ হওয়ায় তাঁকে আটক করে ব্যাগ তল্লাশি করতেই ইউএস ডলার, সিঙ্গাপুর ডলার ও সৌদির রিয়ালের নোটের পাহাড় বেরিয়ে পড়ে। এমনকী তাঁর জ্যাকেটের ভিতরেও ভরা ছিল বিদেশি নোট। সব মিলিয়ে প্রায় ২ কোটি ৬১ লক্ষ টাকার বিদেশি মুদ্রা নিয়ে উত্তরপ্রদেশ থেকে কলকাতায় এসেছেন ওই ব্যক্তি। এই বিদেশি মুদ্রার কোনও নথি দেখাতে পারেননি তিনি। এরপর তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃত উত্তরপ্রদেশের ওই বাসিন্দা সেখান থেকে নিয়মিত এরাজ্যে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা নিয়ে আসতেন। তিনি মূলত হাওলার টাকা এখান থেকে নিয়ে যেতেন গোরক্ষপুরে। সেখানে ফরেন এক্সচেঞ্জ অপারেটরদের কাছে গিয়ে সেই টাকা বিদেশি মুদ্রায় বদলে নিতেন। তারপর তা নিয়ে আসতেন কলকাতায় পার্ক স্ট্রিট কিংবা এসপ্ল্যানেডের অপারেটরদের কাছে। হাওড়া আরপিএফের এক কর্তা বলেন, ‘ধৃতকে শুল্কদপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। এই চক্রের সঙ্গে আরও অনেকেই যুক্ত।’  নিজস্ব চিত্র
6h 6m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

নতুন কর্মপ্রাপ্তির সুখবর পেতে পারেন দাম্পত্যজীবনে সখ্যতা বৃদ্ধি সন্তানের কর্ম সাফল্যে গর্ব।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৮ টাকা৮৭.৬২ টাকা
পাউন্ড১০৭.৮৬ টাকা১১১.৬২ টাকা
ইউরো৮৯.১৯ টাকা৯২.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
23rd     February,   2025
দিন পঞ্জিকা