বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

ব্যবসায়ীর কোটি টাকা লুটে  মূল অভিযুক্ত ফায়জান গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নারকেলডাঙায় ছাগল ব্যবসায়ী ইফতিকার আহমেদ খানের চোখে স্প্রে করে কোটি টাকা লুটের ঘটনায় মূল অভিযুক্ত ফায়জানকে গ্রেপ্তার করল লালবাজার। দক্ষিণ শহরতলি তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই নিয়ে মোট তিনজন ধরা পড়ল। পলাতক আরও তিনজন। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে লালবাজার।
গত শনিবার সকাল ৯টা নাগাদ নারকেলডাঙা থানার এপিসি রোড ও রাজা রাজনারায়ণ স্ট্রিটের ক্রসিংয়ে দু’টি বাইকে করে এসে দুষ্কৃতীরা ছাগল ব্যবসায়ী ইফতিকারের হাতে ছুরি মারে। পাশাপাশি তাঁর চোখে স্প্রে করে ব্যাগপ্যাক নিয়ে পালায়। ওই ব্যাগে এক কোটি টাকা ছিল। কোটি টাকা লুটের অভিযোগ পেয়ে নারকেলডাঙা থানার পাশাপাশি লালবাজারের ডাকাতি দমন শাখার গোয়েন্দারা একযোগে তদন্তে নামেন।
প্রাথমিক তদন্তের ভিত্তিতে গোয়েন্দাদের দাবি, ধৃত ফায়জান এই মামলায় প্রধান অভিযুক্ত। লুটের আগে ২১ দিন ধরে ছাগল ব্যবসায়ী ইফতিকার আহমেদ খানের গতিবিধির উপর নজরদারি চালাচ্ছিল ফায়জান। তপসিয়ার বাসিন্দা ধৃত নাসিরুল খান এই ছাগলপট্টিতে কাজ করে। নাসিরুলের মাধ্যমে ইফতিকার আহমেদ খানের লেনদেনের তথ্য পায় ফয়জান। তারপর দলবল জুটিয়ে রীতিমতো লুটের পরিকল্পনা করে সে। বিহারের বাসিন্দা হলেও গত দু’-তিন বছর ধরে সে তপসিয়া থানা এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকছিল। ধৃতের বিরুদ্ধে অতীতে কোনও অপরাধের অভিযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন লালবাজারের গোয়েন্দারা।
2m 54s ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মনোরম স্থানে সপরিবারে ভ্রমণ ও আনন্দ উপভোগ। সম্পত্তি সংরক্ষণে সচেষ্ট না হলে পরে ঝামেলায় পড়তে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৩ টাকা৮৭.১২ টাকা
পাউন্ড১০৫.০৩ টাকা১০৭.৯৩ টাকা
ইউরো৮৮.৬২ টাকা৯১.৩২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা