বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

মোল্লার গেটে চুরির ৬০ শতাংশ টাকা উদ্ধার, পুলিস হেফাজতে ৭

সংবাদদাতা, বজবজ: মহেশতলার মোল্লার গেটে চুরির ঘটনায় ষাট শতাংশের বেশি টাকা উদ্ধার করেছে পুলিস। বাকিটাও খুব শীঘ্রই হাতের নাগালে এসে যাবে বলে মনে করছেন তদন্তকারীরা। ৬ জানুয়ারি মোল্লার গেটে একটি বড় মুদির দোকানে ব্যাগে রাখা ৩৪ লক্ষ টাকা উধাও হয়ে যায়। সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষার পর পুলিস নিশ্চিত হয়, এই ঘটনার পিছনে ওই দোকানের মালিকের বাড়ির কাজের লোক জড়িত।
কয়েকদিন আগে অভিযুক্ত ধরা পড়ে। তাঁকে পুলিস হেফাজতে আনার পর দফায় দফায় জেরা চলে। তাতে তিনি জানান, এনিয়ে দশবার চুরি করলেন। কিন্ত কেন? তিনি জানান, অভাবের তাড়নায় এমনটা করেন। যদিও তাঁর পরিচিতরা পুলিসকে জানিয়েছেন, অভাব নয়। এটাই ওঁর স্বভাব। জেরায় অভিযুক্ত জানিয়েছেন, এর আগে যতবার চুরি করেছেন, তাতে এক লক্ষ টাকাও একসঙ্গে কখনও হাতাতে পারেননি। এবার একসঙ্গে ৩৪ লক্ষা টাকা হাতে পাওয়ার পর কিছুটা দিশাহারা হয়ে যান। এতগুলি টাকা লুকনোর জন্য পরিচিত সাতজনের কাছে আলাদাভাবে রেখে দিয়েছিলেন। এজন্য বার বার ঠিকানাও বদল করেছেন।  তারপরেও পুলিস দ্রুত তাঁর হদিশ পেয়ে যায়।
মহেশতলা থানা সূত্রে জানা গিয়েছে, মোবাইলের টাওয়ার লোকেশন দেখে অভিযুক্তকে ধরা হয়। যাঁদের কাছে তিনি টাকা রেখেছিলেন, তাঁদেরও পুলিস হেফাজতে আনা হয়েছে। আপাতত ৩৪ লক্ষ টাকার ষাট শতাংশ পুলিস হাতে পেয়েছে।
4h 4m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মনোরম স্থানে সপরিবারে ভ্রমণ ও আনন্দ উপভোগ। সম্পত্তি সংরক্ষণে সচেষ্ট না হলে পরে ঝামেলায় পড়তে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৩ টাকা৮৭.১২ টাকা
পাউন্ড১০৫.০৩ টাকা১০৭.৯৩ টাকা
ইউরো৮৮.৬২ টাকা৯১.৩২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা