বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

জাল সার্টিফিকেট দিয়ে মামলা আইন পড়ুয়ার! গ্রেপ্তারের নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিজে আইনের পড়ুয়া। নিজের মামলা লড়ছেন নিজেই। আর সেই মামলাতেই জাল মেডিক্যাল সার্টিফিকেট জমা দিয়ে রীতিমতো বিপাকে মুর্শিদাবাদের সুতির বাসিন্দা মাসুদ শেখ নামে এক যুবক। এহেন তথ্য সামনে আসার পরই সোমবার ওই যুবকের বিরুদ্ধে এফআইআর দায়ের করে প্রয়োজনে তাঁকে গ্রেপ্তার করারই নির্দেশ দিল হাইকোর্ট। 
মাসুদের দাবি ছিল, তিনি আইনের ছাত্র হওয়ার পাশাপাশি এলাকায় সমাজসেবী হিসেবে পরিচিত। বিরোধী রাজনৈতিক দল করায় শাসক দলের স্থানীয় নেতারা তাঁকে হেনস্তা করছেন, এই অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। মামলাকারীর অভিযোগ শুনে আদালত প্রাথমিকভাবে তাঁকে নিরাপত্তা দেওয়ার জন্য নির্দেশ দেয়। এজলাসে মামলাকারী নিজে দাবি করেন, গত ১০ ডিসেম্বর একটি মিছিল থেকে ফেরার পথে তাঁর উপর আক্রমণ করা হয়। এরপর আহত অবস্থায় তাঁকে সুতি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। ব্লক স্বাস্থ্য আধিকারিকের একটি মেডিক্যাল রিপোর্টও আদালতে পেশ করেন তিনি। তখনই ওই রিপোর্ট নিয়ে প্রশ্ন তোলে রাজ্য। সার্টিফিকেটটি ‘ভুয়ো’ বলে দাবি করেন রাজ্যের আইনজীবী। এরপরই ওই সার্টিফিকেটসহ রিপোর্ট জমা দেওয়ার জন্য রাজ্যকে নির্দেশ দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। 
সোমবার বিচারপতি ঘোষের এজলাসে সেই রিপোর্ট জমাসহ রাজ্য দাবি করে যে, ওই সার্টিফিকেট ‘জাল’। এরপরই মামলাকারীর পুলিসি নিরাপত্তা প্রত্যাহারের পাশাপাশি বিচারপতির নির্দেশ, ওই যুবকের বিরুদ্ধে অবিলম্বে এফআইআর দায়ের করে প্রয়োজনে তাঁকে হেফাজতেও নিতে হবে। এই মামলার পরবর্তী শুনানি ১৩ ফেব্রুয়ারি। আদালতে ওইদিন পুলিসকে এই সংক্রান্ত তদন্ত রিপোর্ট জমা দিতে হবে।
18d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

প্রায় সম্পূর্ণ কাজে শেষ মুহূর্তে বাধা পড়ায় বিচলিত হয়ে পড়তে পারেন। সন্তানের বিদ্যা শিক্ষার বিষয়ে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা ৮৭.৫২ টাকা
পাউন্ড১০৫.৭৯ টাকা১০৯.৫২ টাকা
ইউরো৮৮.৩৫ টাকা৯১.৭২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা