বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

শহরে উদ্ধার ৬ কোটি টাকার জাল ওষুধ, লেখা মেড ইন বাংলাদেশ-তুরস্ক

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহর কলকাতার ভবানীপুর থেকে প্রচুর জাল ওষুধ উদ্ধার। যার মধ্যে রয়েছে ক্যানসার, ডায়াবেটিসের মতো ওষুধও। পুলিস সূত্রে খবর, বাজেয়াপ্ত হওয়া এই বিপুল জাল ওষুধের আনুমানিক মূল্য প্রায় ৬ কোটি ৬০ লক্ষ টাকা। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এক মহিলাকে। শহরের ভবানীপুরে যৌথ অভিযান চালায় সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন, ইস্ট জোন এবং রাজ্যের ড্রাগস কন্ট্রোল ডিরেক্টরেট। সূত্রের খবর, উদ্ধার হওয়া ওষুধগুলির প্যাকেটগুলিতে লেখা রয়েছে সেগুলি আয়ারল্যান্ড, তুরস্ক, আমেরিকা এবং বাংলাদেশে তৈরি হয়েছে। এছাড়া উদ্ধার হয়েছে বেশ কিছু খালি প্যাকেট এবং প্যাকিং বাক্সও। মনে করা হচ্ছে জাল ওষুধকে আসল বলে বাজারে চালানোর জন্যই সেগুলি ব্যবহার করা হত। পাশাপাশি এই ওষুধগুলি আমদানি করার কোনও বৈধ কাগজই নাকি দেখাতে পারেনি ওষুধ সরবরাহকারী সংস্থা। ইতিমধ্যেই ওই সংস্থার মালিক বলে পরিচিত এক মহিলাকেও গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য মিলবে বলেই মনে করছেন তদন্তকারীরা। আজ ধৃতকে আদালতে পেশ করা হলে তাকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়। অপরদিকে, বাজেয়াপ্ত ওষুধগুলির নমুনা পরীক্ষার জন্য সেগুলিকে ল্যাবে পাঠানো হয়েছে। সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ন্ড কন্ট্রোল অর্গানাইজেশন জানিয়েছে, গোটা দেশজুড়েই এই ধরনের অভিযান চালানো হচ্ছে। সম্প্রতি কলকাতায় জাল ওষুধ চক্রের খোঁজ পান তাঁরা। তার ভিত্তিতেই এদিন অভিযান চালানো হয়েছে। আগামীদিনেও জাল ওষুধ চক্রকে রুখতে এই অভিযান চলবে। এক্ষেত্রে কার্যতই জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে। পাশাপাশি এই চক্রের পাণ্ডারও খোঁজ চালানো হচ্ছে। বিষয়টিতে ঠিক কতজন জড়িত সে বিষয়ে এখনও পর্যন্ত বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। শুরু হয়েছে তদন্ত।
10d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে নতুন সুযোগ আসতে পারে। কর্ম সাফল্যে আনন্দ লাভ। ব্যবসায় উন্নতি। গবেষকদের পক্ষে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.১০ টাকা৮৬.৮৪ টাকা
পাউন্ড১০৪.৪১ টাকা১০৮.১১ টাকা
ইউরো৮৭.০৫ টাকা৯০.৪০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা