বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

পুলিসের ডিসি অফিস থেকে ৩২ পা দূরে আন্ডারগ্রাউন্ড ‘ক্যাসিনো’, বেলেঘাটা সিআইটি রোডের ধারে মধ্যরাত পর্যন্ত কোটি টাকার খেলা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেলেঘাটার সিআইটি রোড। কলকাতা পুলিসের ডেপুটি কমিশনারের (ইস্ট সাবার্বান ডিভিশন) অফিস সেখানেই। অফিসের মূল গেট থেকে ওই ফুটপাত ধরেই গুণে গুণে ঠিক ৩২ পা দূরে এক অভিজাত আবাসন। আবাসনের পাশে সরু গলি দিয়ে ঢুকলেই ডানদিকে কালো সাদা একটি দরজা। আপাতভাবে বোঝা মুশকিল ভিতরে আদৌ কী রয়েছে! সিঁড়ি দিয়ে ৮টি ধাপ নীচে নামলেই হতবাক হতে হবে!  একেবারে ঝাঁ চকচকে ‘ক্যাসিনো’ স্টাইলের ঘরে উড়ত বান্ডিল বান্ডিল টাকা। খাস কলকাতা চোখ কপালে তোলার মতো কাণ্ড। পুলিসি নজর এড়িয়ে কীভাবে রমরমিয়ে চলছে জুয়া ব্যবসা? প্রশ্ন তুলছেন খোদ বেলেঘাটাবাসী। 
পি-২২৭, সি আই টি রোড। আবাসনের নাম রাধারাণি অ্যাপার্টমেন্ট। তার আন্ডারগ্রাউন্ড ফ্লোরের আয়তন প্রায় ১৬০০ স্কোয়ার ফুট। তিনটি বিশালাকার কাচের ঘর। প্রত্যেকটিতে সাজানো রয়েছে একটি করে বিশাল ক্যাসিনো টেবিল। তাতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাসের টেক্কা, বিবি, গোলাম। সেই টেবিল ঘিরে আটটি করে আরামদায়ক চেয়ার। ভিতরে মদ্যপান ও সিগারেট পানের আলাদা ঘর রয়েছে। সঙ্গে থাকত এলাহি খানাপিনা। এলাকাবাসীর অভিযোগ, সেখানেই রাত একটা-দেড়টা পর্যন্ত গানের শব্দে কানপাতা দায় হতো।
নাম প্রকাশে অনিচ্ছুক আবাসনের এক বাসিন্দার কথায়, এই বেসমেন্টে একটি কসমেটিক্স কোম্পানির গোডাউন ছিল। বছরখানেক আগে জায়গাটি কিনে নেন এক অবাঙালি ব্যবসায়ী। তারপর সেটি ঝাঁ চকচকে করে বানানো হয়। পুজোর পর থেকেই সেখানে ‘ব্যস্ততা’ শুরু হয়ে যায়। প্রাথমিকভাবে স্থানীয়রা কিছু জানতেন না। ধীরে ধীরে জুয়া খেলার কথা রটে যায় এলাকায়। আরও এক বাসিন্দা জানান, সন্ধ্যা ছ’টা থেকেই গেটে বসে যান নিরাপত্তারক্ষী। সিআইটি রোডের উপর বিলাসবহুল গাড়ির ভিড় লেগে যেত। গভীর রাত পর্যন্ত চলত মোচ্ছব। রাতে মহিলা আসা-যাওয়া করেন বলেও অভিযোগ স্থানীয়দের। তাঁদের আরও অভিযোগ, এই ক্যাসিনোর সঙ্গে যুক্ত স্থানীয় তৃণমূল নেতা সুশান্ত সাহা ওরফে হাবু। যদিও সুশান্তবাবু বলেন, সেখানে কী হতো আমার জানা নেই। রাজনৈতিক প্রতিহিংসার জেরে কেউ আমাকে বদনাম করতে চাইছে।
7h 7m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে নতুন সুযোগ আসতে পারে। কর্ম সাফল্যে আনন্দ লাভ। ব্যবসায় উন্নতি। গবেষকদের পক্ষে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.১০ টাকা৮৬.৮৪ টাকা
পাউন্ড১০৪.৪১ টাকা১০৮.১১ টাকা
ইউরো৮৭.০৫ টাকা৯০.৪০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা