বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

কেওয়াইসি আপডেটের ফাঁদে পা, ১১ লক্ষ খোয়া গেল অবসরপ্রাপ্ত পুলিস অফিসারের

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: সাইবার প্রতারকদের খপ্পরে পড়ে প্রায় ১১ লক্ষ টাকা খোয়ালেন এক অবসরপ্রাপ্ত পুলিস অফিসার। ব্যাঙ্কে কেওয়াইসি আপডেটের নাম করে তাঁর অ্যাকাউন্ট থেকে ওই টাকা লোপাট করেছে প্রতারকরা। অবসরপ্রাপ্ত ওই অফিসার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। সেই ঘটনার তদন্তে নেমে অবশেষে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করল বিধাননগর সাইবার ক্রাইম 
থানা। কমিশনারেট এলাকা থেকেই তাদের গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিস।
কমিশনারেট সূত্রে জানা গিয়েছে, ওই অবসরপ্রাপ্ত অফিসার কলকাতা পুলিসে কর্মরত ছিলেন। তিনি থাকেন লেকটাউন থানা এলাকায়। কিছুদিন আগে তাঁর কাছে একটি ফোন আসে। ব্যাঙ্ক ম্যানেজার পরিচয় দিয়ে প্রতারকরা তাঁকে ফোন করেছিল। তাঁকে বলা হয়েছিল, ব্যাঙ্কের কেওয়াইসি আপডেট করা নেই। আপডেট করতে হবে। তার জন্য একটি অ্যাপ ডাউনলোড করতে বলে। অবসরপ্রাপ্ত অফিসার বুঝতে না পেরে সেই অ্যাপ ডাউনলোড করেন। তারপরই তাঁর তিনটি অ্যাকাউন্ট থেকে প্রায় ১১ লক্ষ টাকা ডেবিট হয়ে যায়। তখন তিনি বুঝতে পারেন, প্রতারণার শিকার হয়েছেন।
গত ২৬ নভেম্বর তিনি লেকটাউন থানায় অভিযোগ দায়ের করেন। তারপর তদন্ত শুরু করে বিধাননগর সাইবার ক্রাইম থানা দু’জনকে গ্রেপ্তার করে। সাইবার বিশেষজ্ঞরা জানিয়েছেন, প্রতারকরা প্রবীণ নাগরিকদেরই মূলত টার্গেট করছে। বেশিরভাগ ক্ষেত্রেই প্রবীণ মানুষজন ফোনের কথা চটজলদি বিশ্বাস করে ফেলছেন। ফলে, খুব সহজেই প্রতারিত হচ্ছেন তাঁরা। অবসরের পর তাঁরা সঞ্চিত অর্থ সুরক্ষিত রাখার কথা ভাবেন। ফলে, কেওয়াইসি আপডেট, অ্যাকাউন্ট বন্ধ, এইসব শুনলে তাঁরা ভয় পেয়ে যান। তাই সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দিয়ে কাজ করে ফেলেন। বিশেষজ্ঞদের কথায়, পরিবারের লোকজনকে আরও সতর্ক হতে হবে। যাতে বাড়ির প্রবীণ সদস্য কোনও অবস্থাতেই ফোনে শুনে কোনও পদক্ষেপ না করেন। প্রয়োজনে ব্যাঙ্কে গিয়ে সহায়তা নিন।
7h 7m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে নতুন সুযোগ আসতে পারে। কর্ম সাফল্যে আনন্দ লাভ। ব্যবসায় উন্নতি। গবেষকদের পক্ষে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.১০ টাকা৮৬.৮৪ টাকা
পাউন্ড১০৪.৪১ টাকা১০৮.১১ টাকা
ইউরো৮৭.০৫ টাকা৯০.৪০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা