বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

বিডিও অফিসে বচসায় জড়ালেন আরাবুল ও শওকত অনুগামীরা

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বিডিও অফিসের বাইরে ঝামেলায় জড়ালেন ভাঙড় ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলাম এবং ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার অনুগামীরা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্লক অফিস চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিজের ঘর না পেয়ে এখন খোলা আকাশের নীচে অফিস করেন আরাবুল। অভিযোগ, বৃহস্পতিবার সকালে তাঁকে দেখে কটূক্তি করেন শওকতের অনুগামীরা। এর জেরে বেঁধে যায় অশান্তি। দু’পক্ষের মধ্যে বাদানুবাদ ও হাতাহাতি হয়। পরে পুলিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো এদিনও আরাবুল ব্লক অফিসের নীচে ফাঁকা জায়গায় চেয়ার পেতে সাধারণ মানুষকে পরিষেবা দিচ্ছিলেন। কিছুক্ষণ বাদে ভাঙড় ২ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ (ভূমি) খয়রুল ইসলামের এক অনুগামী তা দেখে কটাক্ষের ছলে নানা মন্তব্য করেন। তার প্রতিবাদ করেন আরাবুল ঘনিষ্ঠ বিহারী কামাল সহ অন্যান্যরা। এই নিয়ে উভয়পক্ষের মধ্যে বাদানুবাদ হয়। সেই সময় পুলিস প্রাথমিকভাবে পরিস্থিতি সামাল দেয়।
এই ঘটনার বেশ কিছুক্ষণ পর ব্লক অফিসে আসেন ভাঙড় ১ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ (ভূমি) আহসান মোল্লা, তৃণমূলের যাদবপুর-ডায়মন্ডহারবার সাংগঠনিক জেলার টিএমসিপির সহ সভাপতি সাবিরুল ইসলাম সহ শওকতের বেশ কয়েকজন অনুগামী। আহসান ঢুকতেই প্রতিবাদ জানান আরাবুল ও তাঁর লোকজন। অন্য ব্লকের নেতা কেন এসেছেন এই ব্লকে? এই প্রশ্ন তুলে চিৎকার করতে থাকেন তাঁরা। এরপর উভয়পক্ষের লোকজন পরস্পরকে গালিগালাজ করার পাশাপাশি মারমুখী হয়ে ওঠে। কেউ কেউ চেয়ার তুলেও মারতে যান। পুলিসের একটি দল শেষমেশ লাঠি উঁচিয়ে দুই গোষ্ঠীর লোকজনকে সরিয়ে দেয়। দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে।
আহসান বলেন, আমি জমি রেজিস্ট্রির কাজ নিয়ে ব্লকে এসেছিলাম। কাজ মিটিয়ে দলীয় কর্মী সম্মেলন নিয়ে খয়রুলের সঙ্গে কথা বলতে যাচ্ছিলাম। তখন আরাবুলের গোষ্ঠীর লোকজন মারমুখী হয়ে আমার দিকে তেড়ে আসে। আরাবুল পুত্র হাকিমুল ইসলামের পাল্টা দাবি, ভাঙড় ১ নম্বর ব্লক থেকে কয়েকজন বহিরাগত এসে গণ্ডগোল পাকানোর চেষ্টা করেন। তাঁরা আরাবুল ইসলামকে কটূক্তি ও গালিগালাজ করেন। আমাদের কিছু লোক প্রতিবাদ করলে ওঁরা মারমুখী হয়ে তেড়ে আসেন। পুলিস আমাদের রক্ষা করে। 
7h 7m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে নতুন সুযোগ আসতে পারে। কর্ম সাফল্যে আনন্দ লাভ। ব্যবসায় উন্নতি। গবেষকদের পক্ষে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.১০ টাকা৮৬.৮৪ টাকা
পাউন্ড১০৪.৪১ টাকা১০৮.১১ টাকা
ইউরো৮৭.০৫ টাকা৯০.৪০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা