বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

‘জলই জীবন’, বার্তা দিচ্ছে টালার একটি দেওয়াল

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরে রাজপথের নানা জায়গায় দেওয়ালজুড়ে থাকে আপত্তিকর সব পোস্টার। অথবা রাজনৈতিক প্রচার। কোনও দেওয়াল পড়ে থাকে অনাদরে। শেষ কবে যে সেখানে রং হয়েছে তা মনেই পড়ে না। কিন্তু উত্তর কলকাতার টালা ব্রিজ ছাড়িয়ে কিছুটা এগলে চোখে পড়ে উল্টো ছবি। নীলমণি মিত্র রো রাস্তাটির একটি দেওয়ালজুড়ে ছড়িয়ে ছিটিয়ে শুধুই সচেতনতার বার্তা। জলের প্রয়োজনীয়তা নিয়ে আঁকা ছবি ও জল অপচয় রোধের জন্য লেখা সর্তকবার্তা। সেই ছবিতে পেশাদার ছোঁয়া নেই। তবুও তা পথচলতি মানুষের চোখ টানে। স্কুল পড়ুয়ারা থমকে দাঁড়িয়ে পড়ে। জিজ্ঞেস করে জলের প্রয়োজনীয়তার কথা। কেউ দেওয়ালের সামনে দাঁড়িয়ে জরুরি বিষয়গুলি পড়ার চেষ্টা করেন। কেউ মোবাইলে ছবি তোলেন। এই এলাকার একটি ক্লাব এই আঁকিবুকির কাজ করেছে বলে জানা গিয়েছে। 
স্থানীয় কয়েকজন ব্যক্তি বলেন, দৃশ্যদূষণ রোধে এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। শহরের প্রতি পাড়ায় যদি দেওয়ালে এ ধরনের সামাজিক ও জরুরি বিষয় ছবি ও লেখায় তুলে ধরা হয়, তাতে লাভ হবে আমাদেরই। ছোটদের মধ্যে জন্মাবে আলাদা মূল্যবোধ। তপতী দাস নামে এক গৃহবধূ বলেন, ‘মাঝে মধ্যেই এই রাস্তা দিয়ে যাতায়াত করি। জল নিয়ে আঁকা ছবিগুলি দেখে ভালো লাগে। জলের সঙ্গে লেখা দরকারি কথাগুলি পড়ে মানুষ অনেক কিছু জানতে ও বুঝতে পারেন।’ আরজি কর রোড, এখন ক্ষুদিরাম বোস সরণি নামে পরিচিত। সেই রোডের বাসিন্দা বছর আঠাশের স্বপন কর্মকার বলেন, ‘শীতের মরশুমে নানা ধরনের উৎসব চলছে শহরে। সব জায়গায় সচেতনতার বার্তা খুঁজে পাওয়া যায় না। সেখানে দেওয়ালে থাকা জল সচেতনতার ছবি আলাদা চিন্তার প্রয়াস দেয়।’ 
গ্যালিফ স্টিটের বাসিন্দা অংশু পালের কথায়, ‘অনেকে বহু টাকা খরচ করে শিল্পীদের দিয়ে দেওয়ালে ছবি আঁকান। কিন্তু এখানে কাঁচা হাতে আঁকা ছবিগুলি দেখে বেশ ভালো লাগছে।’ কলকাতা পুরসভার এক নম্বর বরোর চেয়ারম্যান তরুণ সাহা বলেন, ‘শহর সুন্দর করে তুলতে সমস্ত ক্লাব সংগঠনের এইভাবে এগিয়ে আসা দরকার।’
11d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে নতুন সুযোগ আসতে পারে। কর্ম সাফল্যে আনন্দ লাভ। ব্যবসায় উন্নতি। গবেষকদের পক্ষে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.১০ টাকা৮৬.৮৪ টাকা
পাউন্ড১০৪.৪১ টাকা১০৮.১১ টাকা
ইউরো৮৭.০৫ টাকা৯০.৪০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা