কলকাতা

জন্মদিনের নিমন্ত্রণে গিয়ে রহস্যমৃত্যু,  জওয়ানের বিরুদ্ধে মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, বরানগর: ইছাপুরে বন্ধুর মেয়ের জন্মদিনের পার্টিতে গিয়ে প্রতিরক্ষা মন্ত্রকের জওয়ানদের মারে যুবকের মৃত্যুর অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিস জানিয়েছে, মৃত যুবকের নাম কৃশানু চট্টোপাধ্যায় (৩২)। তাঁর বাড়ি ইছাপুর আনন্দমঠ সি ব্লক এলাকায়। শনিবারের ওই ঘটনায় মৃত যুবকের আরও দুই বন্ধু গুরুতর জখম হয়েছেন। তাঁরা বিএন বসু মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নোয়াপাড়া থানার পুলিস অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় মৃতের পরিবারের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল সংশ্লিষ্ট বাহিনীর বিরুদ্ধে সরব হয়েছেন।
বারাকপুরের ডেপুটি পুলিস কমিশনার (উত্তর) গণেশ বিশ্বাস বলেন, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। মৃতদেহের ময়নাতদন্ত হয়েছে। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলে কৃশানু বন্ধুর মেয়ের জন্মদিনের পার্টিতে ইছাপুর মেটাল ও স্টিল ফ্যাক্টরি পার্কে গিয়েছিলেন। উল্লেখ্য সেটি  সংরক্ষিত এলাকা। সঙ্গে তাঁর অন্য বন্ধুরাও ছিলেন। রাতে খাওয়ার পর কয়েক জন বন্ধু মিলে সেখানে অন্ধকারাছন্ন এক জায়গায় দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলেন। সেই সময় ডিফেন্স সিকিউরিটি কোরের (ডিএসসি) জওয়ানরা টহল দিতে আসেন। বহিরাগতরা এখানে কী করছেন, তাই নিয়ে বচসা শুরু হয়। এরপর কৃশানুর কয়েকজন বন্ধু সেখান থেকে পালিয়ে যান। কিন্তু কৃশানু সহ তিনজনকে জওয়ানরা নিয়ে গিয়ে একটি ঘরে ঢোকান বলে অভিযোগ। এরপর তাঁদের ফাইবারের স্টিক দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। তাঁদের সারা শরীরে আঘাতের চিহ্নও রয়েছে। ঘটনাস্থলে কৃশানু সংজ্ঞাহীন হয়ে পড়েন। এরপর ওই জওয়ানরা তাঁকে অর্ডন্যান্স ফ্যাক্টরির হাসপাতালে নিয়ে গেলে  চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। বাকি দু’জনের আঘাত গুরুতর হওয়ায় তাঁদের বিএনবসু মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়। 
এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ক্ষোভের পাশাপাশি শোকের ছায়া নামে। কৃশানুর বাবা কাজল চট্টোপাধ্যায়ও ওই কারখানার অবসরপ্রাপ্ত কর্মী। বাড়িতে বাবা, মা, দাদা, ভাই ছাড়াও তাঁর স্ত্রী ও ছোট্ট মেয়ে রয়েছে। আগামী বুধবার মেয়ের জন্মদিন। তার প্রস্তুতিও বাড়িতে শুরু হয়েছিল। কৃশানুর স্ত্রী মালাদেবী বার বার মূর্ছা যাচ্ছেন। কাজলবাবু বলেন, বন্ধুর মেয়ের জন্মদিনের পার্টিতে ছেলে গিয়েছিল। সেখানে খাওয়ার পর বন্ধুরা মিলে পার্কের মধ্যেই আড্ডা দিচ্ছিল। তখন নিরাপত্তারক্ষীরা এসে লাঠিপেটা করে। ঘটনাস্থলেই ছেলে মারা যায়। যদি ছেলে কোনও অন্যায় করে থাকে, তাহলে হাত পা ভেঙে দিত। তাই বলে মেরে ফেলবে? আমরা বিচার চাই। 
সাংসদ পার্থ ভৌমিক বলেন, কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংরক্ষিত এলাকার মধ্যে এই ধরনের নৃশংস ঘটনায় আমরা হতবাক হয়ে গিয়েছি। তীব্র ধিক্কার জানাচ্ছি। প্রয়োজনে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রীকে চিঠি লিখব। কংগ্রেসের তরফেও এদিন ঘটনার প্রতিবাদ জানিয়ে এলাকায় বিক্ষোভ কর্মসূচি করা হয়।  ফাইল চিত্র
2h 2m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চশিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষায় দিনটি শুভ। কর্মস্থলে বড় কোনও পরিবর্তন নেই। আর্থিক দিক অপেক্ষাকৃত শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬৭ টাকা৮৫.৪১ টাকা
পাউন্ড১০৪.৫৫ টাকা১০৮.২৭ টাকা
ইউরো৮৬.৮৯ টাকা৯০.২৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
23rd     November,   2024
দিন পঞ্জিকা